সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত একটি ভিডিওতে দাবি করেছিলেন, বলিউডে শুধু নেপোটিজম নয়, করণ জোহর মাদক-চক্রের সঙ্গেও যোগাযোগ রাখেন। তাঁর পার্টিতে মাদক নেয় সকলে। যদিও এই কথার ভিত্তিতে এনসিবি নোটিস পাঠায়নি। ২০১৯-এর জুলাই মাসে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জুন মাসের ভিডিওটি। করণ জোহরের বাড়িতে পার্টি হচ্ছে। সেখানে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং, ফারহা খান, করিনা কাপুর খান, অর্জুন কাপুর, মালাইকা আরোরা থেকে শুরু করে বলিউডের প্রায় সব তাবড় তাবড় সেলেবরাই উপস্থিত ছিলেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেটা দেখে মনে হয়েছিল সকলেই নেশা করে আছেন। এবং সে সময় এই ভিডিও নিয়ে এত কথা হয়, যে জবাবদিহি করেছিলেন করণ।
advertisement
এই ভিডিওর সূত্র ধরেই এবার করণ জোহরকে নোটিস পাঠালো এনসিবি। তাঁরা বেশ কিছু ভিডিও ও তথ্য চেয়ে পাঠিয়েছেন করণের কাছে। তাঁকে এই মুহূর্তে অফিসে সরাসরি আসার দরকার নেই। প্রতিনিধিকে দিয়ে আপাতত তথ্যগুলো পাঠালেই হবে। ১৮ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে হবে। একেবারেই সময় দেয়নি তাঁকে এনসিবি। তবে প্রাথমিক তদন্তের পর সরাসরি হাজিরাও দিতে হতে পারে করণ জোহরকে।