আরও পড়ুন : ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে শাহরুখ খান
বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পরে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া। জিন্স, টি-শার্ট পরেই জেলে পৌঁছন বলিউড বাদশা। চোখে ছিল রোদ চশমা। ফটোশিকারিদের দিকে একবারও না তাকিয়ে সোজা জেলের অন্দরে ঢুকে যান শাহরুখ খান(NCB at Mannat|| Shah Rukh Khan)। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।
advertisement
এরপরেই ঘটনায় উঠে আসে নতুন তথ্য, মুম্বইয়ের মাদককাণ্ডে (Mumbai Drug Case) নাম উঠে এল অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে (Ananya Pandey Mumbai Drug Case), বলিউডের উঠতি নায়িকা অনন্যা পান্ডের। সূত্রের খবর, আরিয়ানের ফোনের চ্যাট বিশেষ আদালতে জমা করা হয় বুধবার। আর সেখান থেকেই নাম উঠে আসে অনন্যা পান্ডের।
ছেলে আরিয়ানের জামিনের শুনানি নিয়ে যখন গোটা দেশে জল্পনা, ঠিক তখনই শাহরুখের মন্নতে (NCB at Mannat|| Shah Rukh Khan) এসে পৌঁছয় এনসিবি! ঘটনায় চাঞ্চল্য শুরু গোটা বলিউডে। পাশাপাশি, এদিন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতেও পৌঁছয় এনসিবি কর্তারা। জানা গিয়েছে সেখানেও চলছে তল্লাাশি। এদিন এনসিবি অফিসে অনন্যাকে জেরা করার জন্য ডেকে পাঠানো হয় (Ananya Pandey Mumbai Drug Case)।