শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আলিয়া বলেন, আচমকাই তাঁকে এবং তাঁর দুই সন্তানকে বাংলো থেকে বার করে দিয়েছেন নওয়াজ। সেই সময় নাকি আলিয়ার কাছে ছিল মাত্র ৮১ টাকা। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, আলিয়াকে আঁকড়ে রয়েছে তাঁর ছেলে ইয়ানি। মেয়ে শোরা অসহায় ভাবে তাকিয়ে বাংলোর বন্ধ গেটের দিকে।
আরও পড়ুন: আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে প্রেম! জেলও খাটতে হয় জনপ্রিয় বলি-নায়িকাকে
advertisement
আরও পড়ুন: নিজের গল্পে রানিকে দেখে কান্না বিরাটির সাগরিকার! সন্তান হারানোর স্মৃতি তাড়া করে নতুন করে
সেই প্রসঙ্গে এ বার মুখ খুললেন নওয়াজের ভাই শামাস সিদ্দিকী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "পুলিশরা হয়তো ওদের (আলিয়া এবং তাঁর সন্তানদের) বাড়িতে ঢুকতে সাহায্য় করবে। আলিয়া ওর ভাইজির সঙ্গে থাকছিল। সে-ও ওদের সঙ্গে আছে।"
শামাস আরও জানান, বাড়িতে ঢুকতে না পেরে নওয়াজের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন আলিয়া। কিন্তু নওয়াজ সেই ফোন তোলেননি। এর পর নওয়াজের মেয়ে শোরা তাঁকে ফোন করে। তখন অভিনেতা শুধু মেয়ে শোরাকেই বাড়িতে প্রবেশ করার অনুমতি দেন।
মেয়ে অনুমতি পেলেও কেন ছেল থেকে গেল ব্রাত্য? উঠছে প্রশ্ন।