TRENDING:

Nawazuddin Siddiqui: স্ত্রী-ছেলেকে নয়, ছাড় শুধু মেয়েকে! নওয়াজের কাণ্ড প্রকাশ্যে আনলেন তাঁর ভাই

Last Updated:

Nawazuddin Siddiqui: শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আলিয়া বলেন, আচমকাই তাঁকে এবং তাঁর দুই সন্তানকে বাংলো থেকে বার করে দিয়েছেন নওয়াজ। সেই সময় নাকি আলিয়ার কাছে ছিল মাত্র ৮১ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: নয়া মোড় নিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ। স্ত্রী এবং দুই সন্তানকে বাড়ি থেকে বার করে দিয়েছেন নওয়াজ, একটি ভিডিও পোস্ট করে স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ আনেন আলিয়া। জানান, নিজের সন্তানদের কথাও চিন্তা করেননি অভিনেতা। স্ত্রীর সঙ্গে তাদেরও নাকি বাড়ি থেকে উৎখাত করেন তিনি।
বিতর্কের কেন্দ্রে নওয়াজউদ্দিন
বিতর্কের কেন্দ্রে নওয়াজউদ্দিন
advertisement

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আলিয়া বলেন, আচমকাই তাঁকে এবং তাঁর দুই সন্তানকে বাংলো থেকে বার করে দিয়েছেন নওয়াজ। সেই সময় নাকি আলিয়ার কাছে ছিল মাত্র ৮১ টাকা। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, আলিয়াকে আঁকড়ে রয়েছে তাঁর ছেলে ইয়ানি। মেয়ে শোরা অসহায় ভাবে তাকিয়ে বাংলোর বন্ধ গেটের দিকে।

আরও পড়ুন: আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে প্রেম! জেলও খাটতে হয় জনপ্রিয় বলি-নায়িকাকে

advertisement

আরও পড়ুন: নিজের গল্পে রানিকে দেখে কান্না বিরাটির সাগরিকার! সন্তান হারানোর স্মৃতি তাড়া করে নতুন করে

সেই প্রসঙ্গে এ বার মুখ খুললেন নওয়াজের ভাই শামাস সিদ্দিকী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "পুলিশরা হয়তো ওদের (আলিয়া এবং তাঁর সন্তানদের) বাড়িতে ঢুকতে সাহায্য় করবে। আলিয়া ওর ভাইজির সঙ্গে থাকছিল। সে-ও ওদের সঙ্গে আছে।"

advertisement

শামাস আরও জানান, বাড়িতে ঢুকতে না পেরে নওয়াজের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন আলিয়া। কিন্তু নওয়াজ সেই ফোন তোলেননি। এর পর নওয়াজের মেয়ে শোরা তাঁকে ফোন করে। তখন অভিনেতা শুধু মেয়ে শোরাকেই বাড়িতে প্রবেশ করার অনুমতি দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেয়ে অনুমতি পেলেও কেন ছেল থেকে গেল ব্রাত্য? উঠছে প্রশ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui: স্ত্রী-ছেলেকে নয়, ছাড় শুধু মেয়েকে! নওয়াজের কাণ্ড প্রকাশ্যে আনলেন তাঁর ভাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল