আরও পড়ুন: বিয়ের পরে আয়েশ করে খিচুড়ি-বেগুনভাজার স্বাদে বুঁদ মৌনী
সম্প্রতি বলিটাউনের 'ক্যুইন' কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টাগ্রামে নওয়াজের এই ছবি আর ভিডিও শেয়ার করেছেন! সেখান থেকেই জানা যায়, পরিচালক হিসাবে কঙ্গনার প্রথম ছবি ' টিকু ওয়েডস শেরু'-র (Tiku Weds Sheru) একটি দৃশ্যের জন্যই মেয়ে সেজেছেন 'গ্যাংস অফ ওয়াশিপুর'-এর ফয়জল! অভিনেতাকে এহেন অবতারে দেখে ফ্যানেদের চোখ কপালে!
advertisement
সিনেমার ইউনিটের এক সদস্য জানান, নওয়াজ-কে মেয়ে সাজাতে পাক্কা ৪ ঘণ্টা লেগেছিল! এই সিকোয়েন্স-এ নায়িকা অবনীত কওরকে কিডন্যাপ করেছে দুষ্কৃতীরা। মেয়ে সেজে দুষ্কৃতীদের চোখে ধুলো দিয়ে নায়িকাকে বাঁচিয়ে আনবেন নওয়াজ। এখানেই চমকের শেষ নয়, সিনেমায় 'স্যাকরেড গেমস' তারকাকে সালসা নাচতেও দেখা যাবে। তিনি নাচবেন অন্য গানেও! ইদানীং নাচ নিয়ে খুব ব্যস্ত নায়ক, শট-এর মাঝখানেই চলছে নাচের মহড়া।
আরও পড়ুন: সঙ্কটমুক্ত না হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়
অন্যদিকে, অবশেষে নিজের স্বপ্ন পূরণ করলেন নওয়াজ। মুম্বইয়ে তৈরি করলেন নিজের বাড়ি, যা তাঁর কাছে স্বপ্নের প্রাসাদের মতোই অমূল্য। নওয়াজউদ্দিন নিজের তৈরি বাড়ির নাম রেখেছেন, 'নবাব'(Nawazuddin Siddiqui gets a lavish bungalow Nawab)। দীর্ঘ সংগ্রামের পর নিজের জন্য এক অসাধারণ সুন্দর বাড়ি সৃষ্টি করেছেন নওয়াজউদ্দিন। বাড়িটি সম্পূর্ণ হতে প্রায় ৩ বছর সময় লেগেছে।
বাড়ির কাঠামো দেখলে অনেকটাই গ্রামে তাঁর পুরনো বাড়ির মতো মনে হবে। আসলে নিজের গ্রামের টান ছাড়তে পারেন না বলেই সেই বাড়ি থেকে অনুপ্রাণিত হয়ে এই শহুরে বাড়িটি অভিনেতা নিজেই ডিজাইন করেছেন । বাড়ির নাম দেওয়ার সময় সবার মাথায় ঠিক কোন কোন খেয়াল আসে? নিশ্চয়ই স্বপ্ন পূরণের সঙ্গে স্বপ্নের যোগ থাকে, যেমনটা করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), তাঁর বাংলোর নাম রেখেছেন 'মন্নত' কারণ এই ছিল তাঁর ব্রত। নওয়াজও একই কারণে তাঁর বাবার স্মরণে নিজের বাংলোর নাম রেখেছেন 'নবাব'।