স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা উধম সিং। ছবিতে তাঁর চরিত্রে দেখা মিলেছে ভিকি কৌশলের। ছবি আরম্ভ হয় জেলখানার অন্ধকার ঘরে শুয়ে থাকা উধমকে দিয়ে। জেলরক্ষী তাকে ডেকে তুলে বলে, ‘আজাদি হয়ে গিয়েছে। দেশের নয়, তোর, যা!’ জেল গেটের বাইরে বেরিয়ে আসেন উধম। গড়াতে থাকে গল্প… অমৃতসর থেকে পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া হয়ে লন্ডন!
advertisement
বুধবার ঘোষিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। সেরা অভিনেত্রী হিসাবে প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া। কৃতি পুরস্কৃত হলেন ‘মিমি’-র জন্য। সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী পল্লবী জোশী।
সেরা সহ-অভিনেতা হিসাবে ‘মিমি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। সেরা জনপ্রিয় ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল ‘আরআরআর’। সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘কালকক্ষ’।