ভিডিও ভাইরাল হতেই অবশ্য গোটা ঘটনাটা পরিষ্কার করে দিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত পরিচালক অনিল শর্মা৷ জানিয়েছেন, ‘‘নানা পাটেকার কাউকে মারধর করেননি৷ আসলে বারণসীর ব্যস্ত রাস্তায় আমরা শ্যুটিং করছিলাম৷ সেখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন নানা৷ শটটা ছিল, এক তরুণ তাঁর কাছে আসবে আর তিনি রেগে গিয়ে তাঁর মাথায় সপাটে একটা চাঁটি মারবেন৷ সেই সিকোয়েন্সেরই শ্যুটিং চলছিল তখন৷ ’’
advertisement
পরিচালকের বক্তব্য, শ্যুটিং চলার সময় ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তি বিষয়টার ভিডিও করে নেয়৷ তার পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হতেই হূলস্থূল কাণ্ড৷
পরিচালক বলেন, ‘‘ওই ভিডিওটির জন্য নানা পাটেকারকে সকলে খারাপ চোখে দেখছেন৷ তাঁকে বদমেজাজি অভিনেতা বলে দেগে দেওয়া হচ্ছে৷ কিন্তু, সংবাদমাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই, বিষয়টা মোটেই এমন নয়৷ ভাইরাল ভিডিওর পিছনে আসল সত্যিটা জানুন৷ নানা পাটেকার কাউকে মারধর করেননি৷’’
আরও পড়ুন: রাতারাতি কেন শেল কোম্পানি গুটিয়ে দেওয়ার নির্দেশ! ইডির কাছে এবার সব ‘ফাঁস’
#MeToo আন্দোলনের সময়ও নানা পাটেকারের বিরুদ্ধে উঠে এসেছিল আপত্তিকর অভিযোগ৷ তাছাড়া, তাঁর অভিনীত চরিত্রগুলির কারণেই হয়ত, তাঁকে খুবই মেজাজি মানুষ বলে মনে করেন অনেকে৷ তবে অনিল শর্মা জানাচ্ছেন, সম্প্রতি ‘জার্নি’ নামের একটি সিনেমার শ্যুটিং শুরু করেছেন তিনি৷ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন নানা পাটেকারও৷ সেই সিনেমারই শ্যুটিং হচ্ছে বারাণসীতে৷