পরে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিষয়টি, যাতে সবাইকে আশ্বস্ত করা যায় যে তিনি নিরাপদ এবং এটি সিনিয়র অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুর কারণ। 'আবহমান' অভিনেত্রীর ভুল ছবি ব্যবহার করা হয়েছে খবরে এবং শিরোনামেও ভুল করেছেন তাঁরা। তবে প্রতিক্রিয়ার পরে, খবরটি ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: কে বলে প্রেগন্যান্ট অবস্থায় স্টাইল করা মুশকিল! শিখুন আলিয়ার থেকে! হবু মায়েদের জন্য দিলেন টিপস!
আরও পড়ুন: ফের পর্দায় সোহম-পায়েল! ১৩ বছর বাদে 'হার মানা হার' এক করল জুটিকে
প্রসঙ্গত, অনন্যা চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র দেবাঞ্জন চট্টোপাধ্যায় জানান, "গত সোমবার তাঁকে দক্ষিণ কলকাতার আইরিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং সংকটজনক রূপ নেয়। তবে মৃত্যুর মতো পরিস্থিতি হবে তাঁরা ভাবতে পারেননি। কারণ গতকাল তিনি তাঁর মাকে হাসপাতালে দেখে আসেন আজ অর্থাৎ শুক্রবার সকাল ৫টা হাসপাতাল থেকে ফোন আসে। বলা হয় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাঁরা হাসপাতালে পৌঁছলে ৫.২৫ নাগাদ অফিসিয়ালি হাসপাতাল কর্তৃপক্ষ অনন্যা চট্টোপাধ্যায় কে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের ব্যবহারেও খানিকটা অসন্তুষ্ট তাঁর পরিবার। কারণ, তাঁরা কাল রাতেও কিছু জানাননি।"