ইতিমধ্যেই দুই তারকার অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন নিয়ে জোর চর্চা ইন্ডাস্ট্রির অন্দরে৷ তার মাঝেই বিগ বস ৭ তেলেগুতে অতিথি হয়ে এসেছিলেন বিজয় দেবেরাকোন্ডা৷ সেখানেই বিজয়কে সামান্থার প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুনের সঙ্গে কথা বলতে দেখা যায়৷ সামান্থাকে নিয়ে বিজয়কে প্রশ্নও করেন নাগার্জুন৷
নাগা-সামান্থার বিচ্ছেদের পর এই প্রথম নাগার্জুনের মুখে শোনা গেল প্রাক্তন বৌমার নাম৷ বিগ বসের অন্দর থেকে ছড়িয়ে পড়া এই ভিডিওতে হাসিমুখে কথা বলতে দেখা গেল নাগার্জুন এবং বিজয়কে৷ তেলুগুতে নাগার্জুন বিজয়কে জিজ্ঞেস করছেন ‘‘তোমার নায়িকা সামান্থা কোথায়?’’ বিজয় জানালেন সামান্থা প্রচারে আসেননি৷ এই মুহূর্তে সামান্থা তাঁর স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন৷ ওই পর্বটি শ্যুটের সময় সামান্থা আমেরিকাতে ছিলেন৷
advertisement
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নাগার্জুন বিজয় এবং সামান্থার প্রশংসাও করেন। নাগার্জুন বিজয়কে বলেন,‘‘ তুমি ভীষণ ভাল অভিনেতা। সামান্থাও খুব ভাল অভিনেত্রী। তোমাদের দুজনে জুটি দারুণ হবে।’’ নাগার্জুনের মুখে সামান্থার নাম শোনার পরেই ভাইরাল হয়ে যায় বিগ বসের এই ভিডিও৷
আরও পড়ুন: ‘সানি দেওলের IQ আইনস্টাইনের চেয়েও বেশি’! বেঁফাস মন্তব্য করে সমালোচনার মুখে অভিনেতা
প্রসঙ্গত সামন্থা এই মুহূর্তে বেশ কয়েক সপ্তাহ ধরেই আমেরিকায় পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ নায়িকা মায়োসাইটিস নামে একটি বিরল রোগে আক্রান্ত৷ তাঁর আমেরিকা ভ্রমণের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন সামান্থা৷