রামপুরহাট উৎসবে একটি অনুষ্ঠানে নচিকেতার গান গাওয়ার কথা ছিল। কিন্তু গায়ক জানান, তিনি সেখানে গাইতে যেতে পারবেন না। এর পরেই তাঁর অসুস্থতার গুঞ্জনে ঘৃতাহুতি হয়। পুরো বিষয়টি নিয়ে অস্বস্তিতে নচিকেতা এবং তাঁর পরিবার।
আরও পড়ুন: মিস্টার ও মিসেস মালহোত্রাকে শুভেচ্ছা বলিপাড়ার, সিড-কিয়ারার বিয়ের ছবিতে প্রেমের তুফান
আরও পড়ুন: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ
advertisement
নিউজ18 বাংলাকে নচিকেতার কন্যা ধানসিড়ি জানান, গায়ক সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন। কিন্তু সেই সমস্যা গুরুতর নয়। তাঁর কথায়, "বাবার এই সমস্যাটা অনেক ধরেই রয়েছে। শীতে সেই সমস্যাটা আরও বেড়ে যায়। টানা শোয়ের পর বাবার একটু বিশ্রাম দরকার ছিল। "তাই সেই একটা দিন অনুষ্ঠান করেনি। আজ (বুধবার) আবার গিয়েছে হলদিয়ায় অনুষ্ঠান করতে।"
নচিকেতার ভুয়ো অসুস্থতার খবরে ক্ষুব্ধ ধানসিড়ি। তিনি বলেন, "একটা শো না হওয়ায় এ রকম মিথ্যা খবর রটানো হচ্ছে। খুবই খারাপ লাগে। সোশ্যাল মিডিয়ায় বোধ হয় এই ধরনের ভুয়ো খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বিগত কয়েক দিনে অনেকেই বাবার খোঁজ নিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে আমরা খুব অস্বস্তিতে পড়েছি।"