কখনও শোনা যাচ্ছে নবনীতার প্রেমের কথা। কিংবা অন্য কিছুতে মগ্ন জিতু! যদিও সে সব খবরের কোনও সত্যতা নেই। তবে গুজব ছড়াতে সময় লাগে না! তাও যদি সেই জুটি সকলের পছন্দের হয় তাহলে তো কথাই নেই! এবারও নবনীতাকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেট পাড়ায়! ডিভোর্স মমালা চলাকীলানই নবনীতার সঙ্গে নাম অন্য এক পুরুষের। তাঁরা একসঙ্গে গোয়ায় একান্তে সময় কাটিয়েছেন বলেও দাবি নেট নাগরিকদের। যদিও সেই তথ্য সম্পূর্ণ ভুল বলেছেন নবনীতা। এবার প্রেম-ডিভোর্সের চর্চা উসকে দিয়ে বিয়ের সাজে দেখা গেল জিতুর বাচ্চা বউকে! সম্প্রতি ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে আবার অভিনয় করছেন নবনীতা। কাজ নিয়ে ব্যস্ত তিনি। তবে কী এই ছবি ধারাবহিকের শ্যুটিংয়ের? না, একেবারেই না!
advertisement
লেহঙ্গা চোলিতে মন কেড়েছেন নবনীতার এই ভিডিও। সোশ্যাল মাধ্যমে ভিডিও দেখেই বহু প্রশ্ন এসেছে নেটিজেনদের মনে। অনেকেই ভাবতে শুরু করেছেন তবে কী নতুন ইনিংস শুরু করলেন নবনীতা? কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। সম্প্রতি নবনীতার যে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে তা একটি ফটোশ্যুটের ভিডিও।
আরও পড়ুন:
একটি মেক-আপ ব্র্যান্ডের অ্যাম্বাসাডর তিনি। আর সেই ব্র্যান্ডের জন্যই এই মেক-আপ ভিডিও ফটোশ্যুটটি করেছেন নায়িকা! আপাতত প্রেম থেকে অনেক দূরেই তিনি। নতুন ধারাবহিকের কাজ নিয়ে ব্যস্ত! অন্যদিকে জিতুও ব্যস্ত তাঁর কাজ নিয়েই। প্রেম ভালবাসা আপাতত তাঁদের থেকে অনেক দূরে!