TRENDING:

Viral Photos: পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?

Last Updated:

Viral Photos: বিয়ের চতুর্থ জন্মদিনে বর জিতু কমলের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে ঝড় তুললেন নবনীতা দাস৷ পুলের জলে শরীর ডুবিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন নবনীতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেখতে দেখতে চার বছর পার৷ টেলিভিশনের জনপ্রিয় মুখ জিতু ও নবনীতা সকলেরই অত্যন্ত প্রিয়। বিয়ের চতুর্থ জন্মদিনে বর জিতু কমলের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে ঝড় তুললেন নবনীতা দাস৷ পুলের জলে শরীর ডুবিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন নবনীতা৷ শুধু তাই নয় বরকে কাছে টেনে বরের গালে আদুরে চুম্বন করেছেন নবনীতা৷ ছবির কমেন্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?
পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?
advertisement

বিবাহবার্ষিকীর দিন স্বামীকে জড়িয়ে আদুরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নবনীতা৷ ছবির ক্যাপশনে লেখা- ৪ বছরের কলহ, ভালবাসার ৪ বছর…শুভ বিবাহবার্ষিকী৷ চার বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ৬ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন জিতু ও নবনীতা৷ এই চার বছরে জীবনে নানা বাধা বিপত্তি আসলেও ভালবাসা যে একটুও কমেনি তা ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে৷

advertisement

আরও পড়ুন-রাতারাতি দর বেড়ে গেল উরফির! ভক্তরা কাছে ঘেষতেই এ কী করলেন ফ্যাশনিস্তা, ভাইরাল হল ভিডিও

আরও পড়ুন-বিয়ের আগেই হলেন বৌদি! ডাক শুনে লজ্জায় পড়লেন পরিণীতি, বিয়েটা কবে হচ্ছে জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রায় ৪ বছর ধরে চুটিয়ে সংসার করছেন জিতু -কমল। সবসময়েই একে অপরের সঙ্গে প্রেমে মজে থাকেন টলিপাড়ার এই লাভবার্ডস। বিবাহবার্ষিকীতেও তার প্রমাণ দিলেন তারকা দম্পতি৷ সবসময়েই যেন একে অপরকে চোখে হারান৷ ভক্তদের ধরে রাখতে হামেশাই নানা ভিডিও পোস্ট করে থাকেন তারা৷ বউকে নিয়ে ভীষণই গর্বিত জিতু৷ অপরাজিত ছবির মুক্তির পর একাধিক সাক্ষাৎকারে সেকথা বলেছেন অভিনেতা৷ অন্যদিকে পর্দায় সত্যজিৎ হতে যতটা কঠোর পরিশ্রম করতে হয়েছিল জিতুকে, তাতে সবসময়েই পাশে পেয়েছিলেন স্ত্রী নবনীতাকে৷ বর্তমানে ধারাবাহিকের গন্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন জিতু৷ এই মুহূর্তে কাজের জন্য লন্ডনে টেমসের তীরে রয়েছেন অভিনেতা৷ বাবুসোনা সিনেমার শুটিংয়ের জন্যই বিদেশে রয়েছেন অভিনেতা৷ তাই চলতি বছরের বিবাহবার্ষিকীটা লন্ডনেই উদযাপন করেছেন তারা৷ বরের সঙ্গে বিদেশে থাকলেও খানিকটা সময় একাই কাটাতে হচ্ছে নবনীতাকে৷ সেই সময়টা লন্ডনের রাস্তা, ক্যাফেতে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা৷ শোনা যাচ্ছে, লন্ডন থেকে ফিরেই নিজের কাজে ফিরবেন অভিনেত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Photos: পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল