বিবাহবার্ষিকীর দিন স্বামীকে জড়িয়ে আদুরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নবনীতা৷ ছবির ক্যাপশনে লেখা- ৪ বছরের কলহ, ভালবাসার ৪ বছর…শুভ বিবাহবার্ষিকী৷ চার বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ৬ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন জিতু ও নবনীতা৷ এই চার বছরে জীবনে নানা বাধা বিপত্তি আসলেও ভালবাসা যে একটুও কমেনি তা ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে৷
advertisement
আরও পড়ুন-রাতারাতি দর বেড়ে গেল উরফির! ভক্তরা কাছে ঘেষতেই এ কী করলেন ফ্যাশনিস্তা, ভাইরাল হল ভিডিও
আরও পড়ুন-বিয়ের আগেই হলেন বৌদি! ডাক শুনে লজ্জায় পড়লেন পরিণীতি, বিয়েটা কবে হচ্ছে জানেন?
প্রায় ৪ বছর ধরে চুটিয়ে সংসার করছেন জিতু -কমল। সবসময়েই একে অপরের সঙ্গে প্রেমে মজে থাকেন টলিপাড়ার এই লাভবার্ডস। বিবাহবার্ষিকীতেও তার প্রমাণ দিলেন তারকা দম্পতি৷ সবসময়েই যেন একে অপরকে চোখে হারান৷ ভক্তদের ধরে রাখতে হামেশাই নানা ভিডিও পোস্ট করে থাকেন তারা৷ বউকে নিয়ে ভীষণই গর্বিত জিতু৷ অপরাজিত ছবির মুক্তির পর একাধিক সাক্ষাৎকারে সেকথা বলেছেন অভিনেতা৷ অন্যদিকে পর্দায় সত্যজিৎ হতে যতটা কঠোর পরিশ্রম করতে হয়েছিল জিতুকে, তাতে সবসময়েই পাশে পেয়েছিলেন স্ত্রী নবনীতাকে৷ বর্তমানে ধারাবাহিকের গন্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন জিতু৷ এই মুহূর্তে কাজের জন্য লন্ডনে টেমসের তীরে রয়েছেন অভিনেতা৷ বাবুসোনা সিনেমার শুটিংয়ের জন্যই বিদেশে রয়েছেন অভিনেতা৷ তাই চলতি বছরের বিবাহবার্ষিকীটা লন্ডনেই উদযাপন করেছেন তারা৷ বরের সঙ্গে বিদেশে থাকলেও খানিকটা সময় একাই কাটাতে হচ্ছে নবনীতাকে৷ সেই সময়টা লন্ডনের রাস্তা, ক্যাফেতে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা৷ শোনা যাচ্ছে, লন্ডন থেকে ফিরেই নিজের কাজে ফিরবেন অভিনেত্রী৷