৩০ বছরের এক ইরানীয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মাইসুরুতে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবারই নতুন এফআইআর দায়ের হয়েছে। এই মুহূর্তে রাখির করা অভিযোগের ভিত্তিতে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে আদিলকে। এরপর নতুন মামলা নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ।
আরও পড়ুন: রাখির নগ্ন ভিডিও তুলে বিক্রি করেন আদিল! স্বামীকে নিয়ে ভয়ানক অভিযোগ অভিনেত্রীর
advertisement
পুলিশ জানিয়েছে, যে অভিযোগ করা হয়েছে, তার বয়ানে লেখা, এক ৩০ বছরের মহিলা ইরান থেকে ভারতে আসেন ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে। ২০১৮ সালের ঘটনা। আদিল তখন মাইসুরুতে একটি হোটেল চালাচ্ছিলেন। তাঁদের বন্ধুত্ব হয়। প্রেম হয়। অভিযোগকারিনীর দাবি, আদিল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তিন বছর ধরে যাদবগিরিতে একসঙ্গে থাকছিলেনও তাঁরা।
আরও পড়ুন: গয়না নিয়ে চম্পট! প্রেমিকার সঙ্গে হোটেলে স্বামীর ছবি, বুক চাপড়ে কান্না রাখির
অভিযোগ, পাঁচ মাস আগে ইরানীয় মহিলা আদিলকে বিয়ের জন্য জোরাজুরি করতে শুরু করেন। আদিল তাঁকে হুমকি দিতে থাকেন। মহিলাকে বলা হয়, যদি তিনি বিয়ে করতে জোর করেন, তবে তাঁর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। শুধু তা-ই নয়স ইরানে মহিলার বাবা-মায়ের কাছেও পাঠানো হবে। মহিলাকে যৌন হেনস্থা করেন আদিল, এমনও অভিযোগ করেছেন সেই ইরানীয় ছাত্রী।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত বছর ৩১ অগাস্ট আদিল নিজের ফোন থেকে সমস্ত ছবি মুছে দেন। কিন্তু আদিলকে ফোন করলেই আদিল হুমকি দিতেন, তাঁর চরম পরিণতি হতে পারে।
পুলিশ আধিকারিক জানান, ইরানের নাগরিক ১০ ফেব্রুয়ারি থানায় এসে আদিল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিষ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ৩৭৬ (ধর্ষণ), ৪১৭ (প্রতারণার জন্য শাস্তি), ৪২০ (প্রতারণা), ৫০৪ (ইচ্ছাকৃতভাবে অপমান), ৫০৬ (জীবনের হুমকি)-এর আওতায় একটি মামলা নথিভুক্ত করেছে।
