স্বাধীনতার পঁচাত্তর বছর পার । তবুও আছে দৈনন্দিন নানা সমস্যা,সামাজিক জটিলতা, রাজনৈতিক হিংসা । সেখানে এই গান প্রকৃত স্বাধীনতার কথা বলে । তথাকথিত মিউজিক লঞ্চের মতো এই মিউজিক ভিডিও লঞ্চ হল না । বন্দি পাখিদের খাঁচা থেকে মুক্তি দেওয়া হল । শিল্পী ঝুমকি সেন, সুরকার কল্যাণ সেন বরাট, বিধায়ক দেবাশিস কুমার বন্দি পাখিদের একে, একে মুক্তি দেন ।
advertisement
শিল্পী ঝুমকি সেন বলেন, " ওদের আকাশ হল স্বাধীনতা । আমরা খাঁচায় বন্দি করে রাখি আমাদের ভাল লাগানোর জন্য । কিন্তু ওরা তো তাতে স্বাধীন থাকতে পারে না । প্রকৃত স্বাধীনতা হল সবাইকে সকলের মতো করে বাঁচতে দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া । অবলা পশু-পাখিদের শুধু নিজেদের মনোরঞ্জনের জন্য বন্দি করে না রাখা । তাই আমার নতুন গানের মুক্তি উপলক্ষে, অনেক বন্দি পাখিদের মুক্ত করে দিলাম । "
আরও পড়ুন : সেনাবাহিনীর সঙ্গে পতাকা ওড়ালেন সলমন, পতাকা উত্তোলন কিং খান-এর...স্বাধীনতা দিবস উদযাপনে বলিউড
আরও পড়ুন : দেশ জুড়ে 'হর ঘর তিরঙ্গা' উদযাপন, কেমন সাজল কিং খান থেকে সলমনের বাড়ি? দেখুন
কল্যাণ সেন বরাট বললেন," গানের সুরেরও যেমন কোনো বন্ধন থাকে না, সুর সর্বত্র বিরাজমান । ঠিক তেমনই প্রকৃতির মধ্যে সুরের উপস্থিতি, পাখিদের ডাক থেকে, নদীর কুলকুল বয়ে যাওয়ার শব্দ, গাছদের পাতা ঝরার মর্মর ধ্বনি সবেতেই সুর, সঙ্গীতের অধিষ্ঠান । এই স্বাধীনতার গানে সেই স্বাধীন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার জন্যই এমন অন্য ধারার মিউজিক লঞ্চ করা হল । ওদের মুক্তি দিয়েই নতুন গানের মুক্তি হল।"