সোমবার, ২৯ অগাস্ট সকাল ৭টায় ইনভেস্টিগেশন অফিসার আসার আগেই পৌঁছে যান রণবীর। জিজ্ঞাসাবাদ শেষ করে ৯.৩০ নাগাদ চেম্বুর থানা থেকে অভিনেতাকে বেরিয়ে আসতে দেখা যায়। তবে অভিনেতাকে ফের ডাকা হতে পারে বলেই জানা যাচ্ছে এখনও।
আরও পড়ুন: শাহরুখের ছবি 'জওয়ান'-এ ২১ কোটি টাকা পারিশ্রমিক বিজয় সেতুপতির
অভিনেতার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা হল, "সাধারণভাবে নারীদের অনুভূতিতে আঘাত করেছে তাঁর ছবি। তাঁর নগ্ন ছবির মাধ্যমে মহিলাদের শালীনতাকে অপমান করা হয়েছে।"
advertisement
অভিযোগের ভিত্তিতে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা যেমন ২৯২ (অশ্লীল বই বিক্রি ইত্যাদি), ২৯৩ (তরুণদের কাছে অশ্লীল জিনিস বিক্রি), ৫০৯ (বক্তব্য, অঙ্গভঙ্গি বা কাজ করার উদ্দেশ্যে) এর অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: আমি এবং করণ এক কন্যা সন্তানের অপেক্ষায় রয়েছি : বিপাশা
প্রসঙ্গত, যখন জনসাধারণ তাঁর দিকে আঙ্গুল তুলছেন, তখন তাঁর বন্ধুরা এবং বলিউডের সমকক্ষরা অভিনেতার পক্ষে সমর্থন জানিয়েছেন। আলিয়া ভাট, করণ জোহর, বিদ্যা বালান, টুইঙ্কেল খান্না, স্বরা ভাস্কর, পূজা বেদি, রাম গোপাল ভার্মা এবং অন্যান্যের মতো সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সমর্থনে এগিয়ে এসেছেন।