কী লেখা হয়েছে সেই পোস্টে, কী আছে সেই পোস্টে! কুণাল একটি পোস্ট করেছিলেন, সেখানে কাঁপাকাঁপা হাতে মৃণালের লেখা একটি চিঠির ছবি পোস্ট করেছেন তিনি৷ কী লেখা আছে সেই চিঠিতে, ‘তুমি ভাল আছো? আমি ভাল নেই’৷ এই মারাত্মক কথা কাকে লিখেছিলেন মৃণাল? পোস্টে সেই বিষয়ে লিখেছিলেন কুণাল৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের
advertisement
তিনি লিখেছিলেন, ‘বাবা মারা যাবার পর তাঁর টেবিল ঘাঁটতে গিয়ে একটা খাতা নজরে এলো. এক লাইন লেখা. কবে লিখেছিলেন তা সঠিক জানা নেই, তবে শেষ কয়েক মাসের মধ্যেই হবে. একটা লাইন --
"তুমি ভালো আছো? আমি ভালো নেই"
কেন লিখেছিলেন? কার উদ্দেশে লেখা? এসব আমরা কোনো দিন জানবোনা. শুধু এটাই জানবো যে মানুষের শেষ জীবনটা বড় ভয়ঙ্কর. একজন মানুষ যিনি সারা জীবনটা কাটিয়েছেন ব্যস্ততার মধ্যে, বন্ধুদের মধ্যে, তাঁর শেষ জীবনটা কেটেছে একাকিত্বে, অসহায়তায়৷’
২০১৯ সালের ২১ জানুয়ারি এই পোস্টটি করেছিলেন কুণাল৷ তার আগের বছরই, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃণাল৷ সেই ঘটনার এক মাসের মধ্যেই কুণাল এই ছবিটি শেয়ার করেন ফেসবুকে৷
উদ্বেল জনতা নাগরিক কণ্ঠ মৃণালের এই বার্তাতেও যেন সমাজ বাস্তবতার চিহ্ন খুঁজে পান৷ তাঁর এই বার্তা নতুন করে ফিরে এসেছে বায়োপিক ঘোষণার পর৷