টলিপাড়ার ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরত জাহান৷ ছেলে-পরিবার-অভিনয়-রাজনীতি সবটা সামলেও তিনি তাক লাগিয়ে দিচ্ছেন৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে বহুবার প্রমাণও করেছেন ঠিক কতটা ফিট তিনি৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন সাংসদ অভিনেত্রী৷ ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
আরও পড়ুন- দুর্ঘটনা নাকি খুন? ফাঁস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ! ভয়ঙ্কর সত্য সামনে আনলেন বনি কাপুর
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ডেনিম জিন্স ও ক্রপ টপ পরে দাঁড়িয়ে রয়েছেন নুসরত জাহান৷ খোলা চুল, নো মেক আপ লুকে অভিনেত্রীর এই ছবিতে কমেন্টের বন্যা৷ শরীরে মেদ ছিটেফোঁটাও নেই৷ ছিপছিপে ফিগারের রহস্য কী তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা৷ এক সন্তানের মা হওয়ার পরও নির্মেদ শরীরে সবাইকে অবাক করে দিয়েছেন নুসরত জাহান৷
আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্পের পর ভয়ঙ্কর ‘সুনামি’র সতর্কতা, জাপানে জারি ‘হাই অ্যালার্ট’!
বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। যদিও শিরোনামে থাকতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা সকলেরই জানা।টলিপাড়ার কন্ট্রোভার্সি ক্যুইন তথা এমপি সাংসদ নুসরত জাহান এখন টক অফ দ্য টাউন৷ রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে টলি নায়িকার বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ উঠতেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া৷ সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে ছিলেন নুসরত৷ ওই প্রতারণার টাকায় নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলেই অভিযোগ উঠেছে৷ বিতর্ক চললেও সেই সবকিছুকে উপেক্ষা করে নিজের সৌন্দর্য ধরে রাখতে কঠোর শরীরচর্চা ও কড়া ডায়েটের মধ্যে থাকেন টলি অভিনেত্রী৷