TRENDING:

Mountain Music Festival: পাহাড়ে গানের আসর, ‘হাম্মা হাম্মা’ থেকে লালনের সুর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালে

Last Updated:

Mountain Music Festival: গত দু’বছরের মতো এবছরেও সুরে ভাসবে পার্বত্য উপত্যকা। মূল ভাবনা এবং আয়োজনে সুদীপ্ত চন্দ। ‘দ্য ড্রিমার্স’-এর দশ বছর পূর্ণ হবে আগামী ১৩ এপ্রিল, সেদিনই দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠানের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ‘হাম্মা হাম্মা’ থেকে রবীন্দ্রসঙ্গীত, বাংলা ব্যান্ডের গান থেকে লালনের গানে জমে উঠবে মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের তৃতীয় সিজন। পাহাড়ে গানের আসর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের তৃতীয় সিজন বাংলা নববর্ষের আগে ‘দ্য ড্রিমার্স’-এর ফেসবুক পেজে দেখা যাবে আগামী ১৩ এপ্রিল, রাত ৮:৩০টা থেকে।
মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল
মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল
advertisement

সেতারে ‘হাম্মা হাম্মা’র সুর থেকে এসরাজে রবীন্দ্রনাথের গানের সুর। লালন সাঁইয়ের গান থেকে বাংলা ব্যান্ডের গান, সব নিয়ে এই আসর বসবে উত্তরবঙ্গের ফাগুতে। পাশ দিয়ে বয়ে চলছে পার্বত্য নদী চেল। পিছনে অবস্থান করছে সুবিস্তৃত পাহাড় শৃঙ্গ। কালো পাথর ছড়িয়ে আছে উপত্যকা জুড়ে। এরকমই এক মনোরম পরিবেশে বসছে এবারের মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল।

advertisement

আরও পড়ুন: কোভিড, ডেঙ্গু, অপারেশন, শরীর অসাড় অঞ্জনার! বছর পেরিয়ে ফ্লোরে ফিরছেন অভিনেত্রী

পাহাড়ের সঙ্গে সঙ্গীতের এক সুন্দর প্রাকৃতিক নিবিড় সম্পর্ক। পাখির ডাক, নদীর জলের কুলকুল ধ্বনি, বনে পাতা ঝরার মর্মর শব্দ সবেতেই সুর নিহিত। কথায় আছে, সঙ্গীত সর্বত্র বিদ্যমান। গত দু’বছরের মতো এবছরেও সুরে ভাসবে পার্বত্য উপত্যকা। মূল ভাবনা এবং আয়োজনে সুদীপ্ত চন্দ। ‘দ্য ড্রিমার্স’-এর দশ বছর পূর্ণ হবে আগামী ১৩ এপ্রিল, আর সেদিনই দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠানের তৃতীয় সিজন ‘দ্য ড্রিমার্স’এর ফেসবুক পেজে।

advertisement

আরও পড়ুন: ‘স্রেফ অসভ্যতা’! যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিক্ষুব্ধ শ্রীজাত, পাল্টা তোপ কবিকে!

এবারের শিল্পীদের মধ্যে সৌভিক মুখোপাধ্যায়, অরিত্র মুখোপাধ্যায়, অম্লান চট্টোপাধ্যায়, মাধুর্য মুখোপাধ্যায়, গৌরব হাটুই, অয়ন চক্রবর্তী, সৌরজ্যোতি চট্টোপাধ্যায়, রক্তিম বন্দ্যোপাধ্যায়, পলাশ ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশন নজর কাড়বে। সেতার, এসরাজ, ডারবুকা, গিটার, তবলায় যন্ত্রসঙ্গীত পরিবেশন হোক বা গানে গানে ওয়ার্ল্ড মিউজিকের উদযাপন জমে উঠবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শহরে যখন গরমের পারদ চড়ছে, ঠিক তখনই ঘরে বসে পাহাড়ে এরকম একটা সঙ্গীতের আসর উপভোগ করা বেশ ভাল একটা আয়োজন বলা চলে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা আগামী ১৩ এপ্রিলের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mountain Music Festival: পাহাড়ে গানের আসর, ‘হাম্মা হাম্মা’ থেকে লালনের সুর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল