এবার, সেই আলোচনা আরও জোরদার। কারণ মৌনির সাজ। সম্প্রতি সুন্দরী এই নায়িকাকে দেখা গিয়েছে মুম্বইয়ের এক ফ্যাশন ইভেন্টে। আর সেখানেই তাঁকে দেখে চমকে উঠেছেন সকলে। বয়স যেন দিন দিন কমেই চলেছে মৌনির। সেই সঙ্গে ত্বক হয়ে উঠছে মোমের মতো নিখুঁত মসৃণ।
advertisement
মৌনিকে এই ইভেন্টে দেখে যে কারও বার্বি পুতুলের কথা মনে হতেই পারে। ঠিক সে রকমই তন্বী তিনি, সাজেও ছিল বার্বির সিগনেচার ব্লাশ পিঙ্কের ছোঁয়া। কর্সেট স্টাইল বডি-হাগিং টপ আর ট্যুলে স্কার্টেও সেই রঙ, প্রসাধনেও গোলাপির ছোঁয়া। উন্মুক্ত বক্ষবিভাজিকায় ঠিক যেন তাঁর চাঁদের আলো, মনে হতেই পারে রং নিজে লজ্জায় গোলাপি হয়েছে মৌনির সাজে।
এই সাজে চুল খোলা রেখে মায়াজাল নিবিড় করেছেন মৌনি। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বরাবরই কথা হয়, ফলে, তিনি জানেন কোন সাজে ছড়িয়ে দেওয়া যায় উষ্ণতা, পোশাক এবং আনুষঙ্গিক নিয়ে পুরোপুরি আত্মপ্রত্যয়ী তিনি। পাশাপাশি, অভিনয়ে দক্ষতার কথাও না বললেই নয়।
এদিক থেকেও যত দিন যাচ্ছে, আরও বেশি করে পরিণত হয়ে উঠছেন তিনি। ব্রহ্মাস্ত্র, সুলতান অফ দিল্লিতে এত দিন ধরে যেমন অভিনয় করেছেন, তার সীমা নিজেই ভেঙেছেন মৌনি। কিন্তু দর্প তাঁর নেই এতটুকুও, বলছেন পরিচালকরা সুযোগ না দিলে এই প্রতিভা প্রদর্শনের সুযোগ ছিল না।