TRENDING:

Mouni Roy: উন্মুক্ত বক্ষবিভাজিকা! মৌনিকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা, ভিডিও এখন ভাইরাল

Last Updated:

Mouni Roy: মৌনিকে এই ইভেন্টে দেখে যে কারও বার্বি পুতুলের কথা মনে হতেই পারে। ঠিক সে রকমই তন্বী তিনি, সাজেও ছিল বার্বির সিগনেচার ব্লাশ পিঙ্কের ছোঁয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আপামর ভারতবাসীর কথা আপাতত তোলা থাক, শুধু বাঙালিকে নিয়েই যদি কথা বলতে হয়, স্বীকার করে নিতেই হবে যে মৌনি রায় তার বড় আদরের, বড় পছন্দের অভিনেত্রী। না হওয়ার কোনও কারণও নেই। সেই কবে থেকে একটা কাপুরের কিঁউকি সাস ভি কভি বহু থি ধারাবাহিকের সৌজন্যে সবার মনে জায়গা করে নিয়েছেন মৌনি। যত দিন গিয়েছে, সেই জায়গা আরও পোক্ত হয়েছে। সে সাজেই হোক কী অভিনয় দক্ষতায়। এই তো, সবে পেরিয়ে আসা দুর্গাপুজোয় যখন বড় বড় বিজ্ঢ়াপনের ব্যানারে মুখ ঢেকেছিল শহর, সেই সময়েও বিশেষ আলোচনার কারণ হয়ে উঠেছিলেন মৌনি কলকাতারই এক ফ্যাশন ব্র্যান্ডের আইকন হিসাবে।
মৌনি
মৌনি
advertisement

এবার, সেই আলোচনা আরও জোরদার। কারণ মৌনির সাজ। সম্প্রতি সুন্দরী এই নায়িকাকে দেখা গিয়েছে মুম্বইয়ের এক ফ্যাশন ইভেন্টে। আর সেখানেই তাঁকে দেখে চমকে উঠেছেন সকলে। বয়স যেন দিন দিন কমেই চলেছে মৌনির। সেই সঙ্গে ত্বক হয়ে উঠছে মোমের মতো নিখুঁত মসৃণ।

আরও পড়ুন-        বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে ‘পিয়া’-কেই কেন কাছে টানলেন পরম?

advertisement

আরও পড়ুন-       টলিপাড়ার ‘এই’ নায়কের জন্যই ভেঙেছিলেন ৬ বছরের সংসার, তবুও ছিল বন্ধুত্ব! আজ থেকেই কি পুরোপুরি পথ আলাদা হবে অনুপম-পিয়ার?

মৌনিকে এই ইভেন্টে দেখে যে কারও বার্বি পুতুলের কথা মনে হতেই পারে। ঠিক সে রকমই তন্বী তিনি, সাজেও ছিল বার্বির সিগনেচার ব্লাশ পিঙ্কের ছোঁয়া। কর্সেট স্টাইল বডি-হাগিং টপ আর ট্যুলে স্কার্টেও সেই রঙ, প্রসাধনেও গোলাপির ছোঁয়া। উন্মুক্ত বক্ষবিভাজিকায় ঠিক যেন তাঁর চাঁদের আলো, মনে হতেই পারে রং নিজে লজ্জায় গোলাপি হয়েছে মৌনির সাজে।

advertisement

এই সাজে চুল খোলা রেখে মায়াজাল নিবিড় করেছেন মৌনি। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বরাবরই কথা হয়, ফলে, তিনি জানেন কোন সাজে ছড়িয়ে দেওয়া যায় উষ্ণতা, পোশাক এবং আনুষঙ্গিক নিয়ে পুরোপুরি আত্মপ্রত্যয়ী তিনি। পাশাপাশি, অভিনয়ে দক্ষতার কথাও না বললেই নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিক থেকেও যত দিন যাচ্ছে, আরও বেশি করে পরিণত হয়ে উঠছেন তিনি। ব্রহ্মাস্ত্র, সুলতান অফ দিল্লিতে এত দিন ধরে যেমন অভিনয় করেছেন, তার সীমা নিজেই ভেঙেছেন মৌনি। কিন্তু দর্প তাঁর নেই এতটুকুও, বলছেন পরিচালকরা সুযোগ না দিলে এই প্রতিভা প্রদর্শনের সুযোগ ছিল না।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy: উন্মুক্ত বক্ষবিভাজিকা! মৌনিকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা, ভিডিও এখন ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল