TRENDING:

Mouni Roy and Suraj Nambiar Holi Celebration:ভোলেননি বাঙালি ইতিহ্য, দোলে স্বামীর পায়ে আবির দিয়ে প্রণাম করলেন অভিনেত্রী মৌনী রায়

Last Updated:

গত ২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন মৌনী-সুরজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত ২ বছর কোভিডের দাপাদাপি ছিল তুঙ্গে! তাই বাড়িতেই মন খারাপ করে দোল কেটেছে সাধারণ মানুষ থেকে তারকাদের! তবে, এ'বছর মারণ ভাইরাস একটু থিতু হয়েছে! অনেকটাই স্বাভাবিক হয়েছে মানুষের জনজীবন। কাজেই আম জনতার সঙ্গে বলি তারকারাও মেতে উঠেছেন  হোলির আনন্দে (Bollywood Celebrates Holi)! ২ বছরের অভাব পুষিয়ে নিতে হবে তো! বিয়ের পর অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) এটাই প্রথম দোল, বলা বাহুল্য স্পেশাল!  সকাল সকাল রং খেলতে রেডি বঙ্গ তনয়া (Mouni Roy and Suraj Nambiar Holi Celebration)। বাঙালি ঐতিহ্য ও রীতি মেনে স্বামী সুরজ নাম্বিয়ারের পায়ে আবির দিয়ে প্রণাম করলেন (Mouni Roy Touches Husband Suraj Nambiar’s Feet in Holi)। অনুরাগীদের জন্য  ইনস্টাগ্রামে শেয়ার করলেন দোল খেলার আরও একগুচ্ছ ছবি! ক্যাপশনে ফ্যানেদের হোলির শুভেচ্ছা জানিয়ে মৌনী লিখেছেন, '' প্রার্থনা করব সবার জীবন যেন রঙিন থাকে! হাসি-খুশি-আনন্দে ভরপুর হয়ে ওঠে।''
advertisement

বাড়ির বারান্দায় রং খেললেন মৌনী আর সুরজ,  সঙ্গে তাদের পোষ্যটিও বাদ যায়নি। কপোত-কপোতি দুজনেই সেজেছেন হোলির ট্রেডমার্ক সাদা পোশাকে। মৌনীর পরণে ধবধবে সাদা সালোয়ার-কামিজ, খোলা চুল, সূরজ বেছেছেন সাদা কূর্তা-পায়জামা (Mouni Roy and Suraj Nambiar Holi Celebration)। একটি ছবিতে দেখা যাচ্ছে সুরজের গালে আবির মাখিয়ে দিচ্ছেন মৌনী, অন্য ছবিগুলোয়া সূরজের আলিঙ্গনাবদ্ধ 'নাগিন' তারকা, দু'জনেরই হাত রং-এ রঙিন... লাল, সবুজ, নীল, কমলায় মাখামাখি।

advertisement

আরও পড়ুন: বিয়ের পর প্রথম দোল... পরিবারের সঙ্গে রং খেলায় মাতলেন ক্যাটরিনা-ভিকি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

গত ২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন মৌনী-সুরজ। সকালে মালয়ালী রীতি মেনে বিয়ে করেছিলেন মৌনী রায় (Mouni Roy Suraj Nambiar  wedding) ও সুরজ নাম্বিয়ার। কিন্তু বঙ্গতনয়ার বিয়েতে বাঙালি ছোঁয়া থাকবে না, তা কি হয়? তাই রাতে বাঙালি রীতি মেনে ফের বিয়ের পিঁড়িতে বসলেন কপোত-কপোতি। নিষ্ঠাভরে পালন করলেন বিয়ের সমস্ত নিয়ম-রীতি। গোয়াতে বসেছিল কোচবিহারের মেয়ে, বলিউডের জনপ্রিয় নায়িকা মৌনী রায়ের বিয়ের আসর। পাত্র সুরজ নাম্বিয়ার পেশায় দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। মধুচন্দ্রিমায় মৌনী-সুরজ পাড়ি দিয়েছিলেন কাশ্মীর। সেখানে কনকনে ঠাণ্ডায় কালো স্যুইমসুটে মোণীর ছবি আপামর জনতার রাতের ঘুম কেড়েছিল!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy and Suraj Nambiar Holi Celebration:ভোলেননি বাঙালি ইতিহ্য, দোলে স্বামীর পায়ে আবির দিয়ে প্রণাম করলেন অভিনেত্রী মৌনী রায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল