বাড়ির বারান্দায় রং খেললেন মৌনী আর সুরজ, সঙ্গে তাদের পোষ্যটিও বাদ যায়নি। কপোত-কপোতি দুজনেই সেজেছেন হোলির ট্রেডমার্ক সাদা পোশাকে। মৌনীর পরণে ধবধবে সাদা সালোয়ার-কামিজ, খোলা চুল, সূরজ বেছেছেন সাদা কূর্তা-পায়জামা (Mouni Roy and Suraj Nambiar Holi Celebration)। একটি ছবিতে দেখা যাচ্ছে সুরজের গালে আবির মাখিয়ে দিচ্ছেন মৌনী, অন্য ছবিগুলোয়া সূরজের আলিঙ্গনাবদ্ধ 'নাগিন' তারকা, দু'জনেরই হাত রং-এ রঙিন... লাল, সবুজ, নীল, কমলায় মাখামাখি।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম দোল... পরিবারের সঙ্গে রং খেলায় মাতলেন ক্যাটরিনা-ভিকি
গত ২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন মৌনী-সুরজ। সকালে মালয়ালী রীতি মেনে বিয়ে করেছিলেন মৌনী রায় (Mouni Roy Suraj Nambiar wedding) ও সুরজ নাম্বিয়ার। কিন্তু বঙ্গতনয়ার বিয়েতে বাঙালি ছোঁয়া থাকবে না, তা কি হয়? তাই রাতে বাঙালি রীতি মেনে ফের বিয়ের পিঁড়িতে বসলেন কপোত-কপোতি। নিষ্ঠাভরে পালন করলেন বিয়ের সমস্ত নিয়ম-রীতি। গোয়াতে বসেছিল কোচবিহারের মেয়ে, বলিউডের জনপ্রিয় নায়িকা মৌনী রায়ের বিয়ের আসর। পাত্র সুরজ নাম্বিয়ার পেশায় দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। মধুচন্দ্রিমায় মৌনী-সুরজ পাড়ি দিয়েছিলেন কাশ্মীর। সেখানে কনকনে ঠাণ্ডায় কালো স্যুইমসুটে মোণীর ছবি আপামর জনতার রাতের ঘুম কেড়েছিল!