কিন্তু বরাবরের মতো এ বারও ট্রোলিং উড়িয়ে দিয়েছেন মনামী। অভিনব এই পোশাক পরার অভিজ্ঞতা কেমন, জানিয়েছেন সেটাও। সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইলে মনামী একটি রিল শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ওই পোশাক তাঁকে পরানো হচ্ছে। সেই রিলেই মনামী জানান কেমন লাগছে তার ওই পোশাক পরে। বলেন পোশাকটি পরার প্রক্রিয়া যথেষ্ট অসহনীয় ও অস্বাচ্ছন্দ্যকর।
advertisement
কিন্তু পরার পর সেই অস্বাচ্ছন্দ্য অতটা থাকে না বলেই তাঁর মত। বিশেষ করে পোশাকের উর্ধ্বাংশের ক্ষেত্রে অতটা অস্বাচ্ছন্দ্য ভাব থাকে না। তবে স্কার্টের ক্ষেত্রে বিষয়টি অত সহজ নয়। সেক্ষেত্রে অস্বাচ্ছন্দ্য থাকে। ধাতব স্কার্ট থেকে কেটে যাওয়ার আশঙ্কাও থাকে। শুধু তাঁর নিজের শরীর নয়। কেটে যেতে পারে তার পার্শ্ববর্তী লোকজনের অঙ্গও। এমনকি, তাঁর নিজেরও শরীরে কিছু অংশ কেটে যায়।
তবে ডিজাইনার নীল সাহার তৈরি এত অন্য রকমের পোশাক পরে তিনি খুশি। মনামী জানালেন, তিনিই প্রথম দেশে এই ধরনের পোশাক পরলেন। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় মনামীর প্রেফাইলে নানারকম পোশাকের সমাহার। সেখানে কোথাও তিনি বিকিনিতে জলকন্যা। আবার কোথাও উদ্দীপ্ত মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায়। মনামী বার বার প্রমাণ করেছেন সব রকমের পোশাকেই তাঁর অনায়াসগতি। সেই তালিকায় যোগ হল এই ধাতব পোশাক।