TRENDING:

Monami Ghosh as Gita Sen: "দেখো তো কে এই মহিলা"? নিজের অবিশ্বাস্য রূপান্তরে মাকে জিজ্ঞাসা করেন গীতারূপী মনামী

Last Updated:

Monami Ghosh as Gita Sen: পদাতিকের অভিনেতা অভিনেত্রীদের ফার্স্টলুক প্রকাশ্যে আসতেই সকলে চমকে উঠলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অভিনেত্রী মনামী ঘোষ গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন, এ খবর নতুন নয়। ইতিমধ্যেই টলিপাড়ায় তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। সৃজিত মুখোপাধ্যায়ের মৃণাল সেনকে নিয়ে তৈরি বায়োপিক- এ  মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামীকে বাছা  হয়েছে, এই খবর ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছে। তবে বড় চমক অপেক্ষা করছিল চরিত্ররূপকে ঘিরে। পদাতিকের অভিনেতা অভিনেত্রীদের ফার্স্টলুক প্রকাশ্যে আসতেই সকলে চমকে উঠলেন।
মনামী হয়ে উঠেছেন গীতা সেন
মনামী হয়ে উঠেছেন গীতা সেন
advertisement

সজ্জাশিল্পী সোমনাথ কুন্ডুর মেকআপে মনামী হয়ে উঠেছেন গীতা সেন। মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীও অনবদ্য। প্রস্থেটিক মেকআপে চঞ্চল যেন অবিকল মৃণাল। তবে মেকআপে মনামীর মুখের আদল ৯০% গীতার সঙ্গে মিলে গিয়েছে। মনামীর কথায়  তিনি নিজেও মেকাপের পর আয়নায় নিজের চেহারা দেখে চোখকে বিশ্বাস করতে পারেননি। ফটো তুলে অভিনেত্রী সঙ্গে সঙ্গে মাকে পাঠিয়েছিলেন এই বলে যে "দেখো তো কে এই মহিলা" ?

advertisement

আরও পড়ুন :  করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের

মনামী নিউজ18 বাংলাকে জানালেন, " মেকআপ চলাকালীনই নিজেকে নিজে দেখে চিনতে পারিনি। লুকসেট হওয়ার পর যখন দেখলাম তখন সত্যি নিজের মনকে প্রশ্ন করলাম এ কি আমি? মাকেও মজা করে ছবি তুলে পাঠিয়েছিলাম এই বলে দেখ তো চিনতে পারো কিনা? তবে আমার ভাবনা সবার ভাবনার সঙ্গে মিলে গেল যখন পদাতিকের গীতা সেনের ফার্স্ট লুক প্রকাশ পেল। চরিত্ররূপ দেখে আমার ফোনের ইনবক্স ফুল হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি এত নোটিফিকেশন এসেছে যে কল্পনার অতীত। অনেক পরিচিত কাছের মানুষ ও ইন্ডাস্ট্রির বন্ধুরাও ঠিক আমার মতো এই লুক দেখে আমাকে মেলাতে পারেনি। প্রত্যেকে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছে। শুধুমাত্র একটা লুক প্রকাশ্যে এসেছে।  গীতা সেনের বিভিন্ন বয়সের চরিত্ররূপ গুলো দেখলে দর্শকরা আরও অবাক হবেন।আর এই ছবির প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে, আসলে এমন একটা চরিত্রর দায়িত্ব আমি পেয়েছি তা বলে প্রকাশ করার মত নয়। আমাকে আমার অভিনয় দিয়ে প্রমাণ করতে হবে। চেহারা ও মেকআপ আর্টিস্টের হাতের গুণে গীতা সেনের রূপ আমি পেয়ে গেছি। এ বার আসল পরীক্ষা শুরু, অভিনয়ের মধ্যে দিয়ে আমাকে গীতা সেন হয়ে উঠতে হবে। যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সৃজিত মুখোপাধ্যায় মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন। যেখানে মৃণালের  চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী আর গীতা সেনের চরিত্রে মনামী ঘোষ। দুজনেরই চরিত্ররূপ প্রকাশ্যে এসেছে। মেকআপের কারসাজি দেখে  দর্শকদের চক্ষু চড়কগাছ । কারণ দুজনকে মৃণাল  আর গীতার প্রতিবিম্ব মনে হচ্ছে। এবার পালা অভিনয়ের মধ্যে দিয়ে রক্তমাংসের মৃণাল ও গীতা হয়ে ওঠার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Monami Ghosh as Gita Sen: "দেখো তো কে এই মহিলা"? নিজের অবিশ্বাস্য রূপান্তরে মাকে জিজ্ঞাসা করেন গীতারূপী মনামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল