মাঝে ‘বিগ বস’-এর ঘরে গিয়েও ঝড় তুলেছিলেন এই বঙ্গতনয়া ৷ সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছেন এই সুন্দরী ৷ এবার ‘দুপুর ঠাকুরপো’র ‘ঝুমা বৌদি’ হয়ে এসেই ঝড় তুলে দিয়েছেন তিনি ৷ আগামিকাল ২৬ মে থেকেই অনলাইন স্ট্রিমিং শুরু হবে ‘দুপুর ঠাকুরপো’র সিজন টু-এর ৷ দক্ষিণ কলকাতায় এই সিরিজের শুটিং চলছে জোরকদমে ৷ এর মধ্যেই হঠাৎ দেখা তাঁর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ৷ আর তাঁকে দেখা মাত্রই বেজায় খুশি অভিনেত্রী ৷
advertisement
মোনালিসার ইনস্টাগ্রাম পোস্ট ৷
জানেন কি ‘ঝুমা বৌদি’মোনালিসার বেস্ট ফ্রেন্ডটি কে? তিনি হলেন পূজা বন্দ্যোপাধ্যায় ৷ কর্মসূত্রে দু’জনেই মুম্বইয়ের বাসিন্দা ৷ তবে জন্মসূত্রে রক্ত দৌঁড়চ্ছে বাঙালিয়ানা ৷ মুম্বইয়ে কাজ করতে করতেই বাঙালি কানেকশনের দৌলতে আরও গাঢ় হয়ে ওঠে বন্ধুত্ব ৷ বালিগঞ্জে শুটিং করছেন মোনালিসা ৷ সেখানেই শুটিংয়ের জন্য এসেছেন অভিনেত্রী পূজাও ৷ সে’কথা জানতে পেরে দু’জনে দেখা করেন ৷ এবং ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেন মোনালিসা নিজে ৷
মোনালিসার ইনস্টাগ্রাম পোস্ট ৷