TRENDING:

মাটিতে লম্বা বেনি লুটিয়ে অশরীরী হয়ে ঘুরছেন ‘ঝুমা বৌদি’ মোনালিসা

Last Updated:

এ কী হল ঝুমা বৌদির ? এই তো তিনি ঘুম কাড়ছিলেন ঠাকুরপোদের ৷ ঘুম কাড়ছেন এখনও ৷ তবে অন্যভাবে ৷ অশরীরী হয়ে ধুরে বেড়াচ্ছেন সেই বৌদি থুড়ি মোনালিসা থুড়ি বং সেনসেশন অন্তরা বিশ্বাস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এ কী হল ঝুমা বৌদির ? এই তো তিনি ঘুম কাড়ছিলেন ঠাকুরপোদের ৷ ঘুম কাড়ছেন এখনও ৷ তবে অন্যভাবে ৷ অশরীরী হয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই বৌদি থুড়ি মোনালিসা থুড়ি বং সেনসেশন অন্তরা বিশ্বাস ৷
advertisement

তবে ভাববেন না সত্যি সত্যিই এমন অস্বাভাবিক আচরণ করছেন তিনি ৷ এটা তো টিভির পর্দার গল্প ৷ কারণ হিন্দি ডেইলি সোপে ডেবিউ করতে চলেছেন মোনালিসা ৷ স্টার প্লাসে আসছে নতুন ধারাবাহিক ‘নজর’ ৷ আর সুপারন্যাচেরাল এই সিরিয়ালেই এবার দেখা যাবে মোনালিসাকে ৷

আরও পড়ুন: নওয়াজের সঙ্গে যৌনদৃশ্য ইন্টারনেটে ভাইরাল, মুখ খুললেন বঙ্গতনয়া ঈশিকা দে

advertisement

ধারাবাহিকে তাঁর চরিত্রটির নাম ‘নিয়তি’ ৷ আর নিয়তির চরিত্রে প্রথম লুকেই ঘুম কেড়েছেন নায়িকা ৷ একদিকে লাল টুকটুকে গর্জিয়াস সিফন শাড়িতে মারকাটারি হট লাগছে তাঁকে ৷ অন্যদিকে আবার লম্বা চুলের বেনি, নীল ঘর অরণ্যের ঝমঝমে নিঃস্তব্ধতা, পাতার সরসরানি, মৃত পাখির ঝরে পড়া....সব মিলিয়ে ‘নজর’-এ আপনার নজর নিজের দিকে টেনে নেবেনই মোনালিসা ৷ এটা হলফ করে বলা যায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাটিতে লম্বা বেনি লুটিয়ে অশরীরী হয়ে ঘুরছেন ‘ঝুমা বৌদি’ মোনালিসা