TRENDING:

সমুদ্রের ধারে সাঁতারের পোশাক পরেই শীর্ষাসন করছেন মোনালি ঠাকুর, বঙ্গকন্যার কীর্তি হুহু করে ভাইরাল

Last Updated:

সমুদ্রের ধারে লাস্যময়ী অবতারে বঙ্গকন্যা মোনালি ঠাকুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আর পাঁচটা তারকাদের থেকে অনেকটাই হটকে মোনালি ঠাকুর! স্টারসুলভ অ্যাটিটিউড নেই বললেই চলে! নিজের মতে চলেন, যা ইচ্ছে তাই করেন... কে কী ভাবল, কোথায় কী ছাপা হল, কেউ গসিপ করল কিনা, এসব সাত-পাঁচ নিয়ে তিনি কোনওকালেই খুব একটা ভাবেন না! এককথায় নিজের মনের রানি মোনালি! তাই তো অনায়াসেই নেচে উঠতে পারেন বিদেশের এক রাস্তার মাঝখানে, অথবা স্যুইমসুট পরেই শীর্ষাসন করেন সমুদ্রসৈকতে।
advertisement

তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যাচ্ছে, আপাতত পরিবারের সঙ্গে দুবাইতে ছুটি কাটাচ্ছেন মোনালি ঠাকুর। কালো স্যুইমসুট পরে সমুদ্রসৈকতে... কখনও আছড়ে পড়া ঢেউয়ের ব্যাকড্রপে পোজ দিচ্ছেন, কখনও না জলকেলিতে মত্ত... কখনও বা শীর্ষাসন করছেন বিচেই! মানালির ছুটি কাটানোর একরাশ ছবি আর ভিডিও বেজায় মনে ধরেছে নেটিজেনদের, এক কথায় এই মূহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল!

advertisement

দেখুন সমুদ্রসৈকতে মানালির শীর্ষাসনের ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

ছবির ক্যাপশনে মোনালি লিখেছেন, '' সমুদ্রের হাতছানি এড়াতে পারলাম না... তাই বডিস্যুট কেটেই স্যুইমসুট বানিয়ে ফেললাম।'' প্রসঙ্গত, ১১ জুন প্রথম প্রকাশ্যে আসে মোনালি ঠাকুরের বিয়ের খবর। ২০১৭ সালেই সুইৎজারল্যান্ডের বাসিন্দা মাইক রিখটারকে বিয়ে করেন মোনালি। মাইক পেশায় রেস্তোরাঁ-ব্যবসায়ী। মোনালি জানান, ২০১৬ সালে আইআইএফএ-র জন্য স্পেন যাওয়ার কথা ছিল । তার আগে বন্ধুদের সঙ্গে সুইজারল্যান্ড পাড়ি দেন। সেখানেই মাইকের সঙ্গে আলাপ । মাইক ছিল মোনালিদের এয়ারবিএনবি হোস্ট। এর ৬ মাস পর ক্রিসমাস ইভে মাইক মোনালিকে প্রোপোজ করেন মাইক আর সুন্দরীও বিয়েতে রাজি হয়ে যান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সমুদ্রের ধারে সাঁতারের পোশাক পরেই শীর্ষাসন করছেন মোনালি ঠাকুর, বঙ্গকন্যার কীর্তি হুহু করে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল