তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যাচ্ছে, আপাতত পরিবারের সঙ্গে দুবাইতে ছুটি কাটাচ্ছেন মোনালি ঠাকুর। কালো স্যুইমসুট পরে সমুদ্রসৈকতে... কখনও আছড়ে পড়া ঢেউয়ের ব্যাকড্রপে পোজ দিচ্ছেন, কখনও না জলকেলিতে মত্ত... কখনও বা শীর্ষাসন করছেন বিচেই! মানালির ছুটি কাটানোর একরাশ ছবি আর ভিডিও বেজায় মনে ধরেছে নেটিজেনদের, এক কথায় এই মূহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল!
advertisement
দেখুন সমুদ্রসৈকতে মানালির শীর্ষাসনের ভিডিও--
ছবির ক্যাপশনে মোনালি লিখেছেন, '' সমুদ্রের হাতছানি এড়াতে পারলাম না... তাই বডিস্যুট কেটেই স্যুইমসুট বানিয়ে ফেললাম।'' প্রসঙ্গত, ১১ জুন প্রথম প্রকাশ্যে আসে মোনালি ঠাকুরের বিয়ের খবর। ২০১৭ সালেই সুইৎজারল্যান্ডের বাসিন্দা মাইক রিখটারকে বিয়ে করেন মোনালি। মাইক পেশায় রেস্তোরাঁ-ব্যবসায়ী। মোনালি জানান, ২০১৬ সালে আইআইএফএ-র জন্য স্পেন যাওয়ার কথা ছিল । তার আগে বন্ধুদের সঙ্গে সুইজারল্যান্ড পাড়ি দেন। সেখানেই মাইকের সঙ্গে আলাপ । মাইক ছিল মোনালিদের এয়ারবিএনবি হোস্ট। এর ৬ মাস পর ক্রিসমাস ইভে মাইক মোনালিকে প্রোপোজ করেন মাইক আর সুন্দরীও বিয়েতে রাজি হয়ে যান।