সোশ্যাল মাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ ছিলেন তিনি। কিন্তু বেশ কিছু মাস ধরে খুব মাঝে মধ্যে কিছু পোস্ট করতেন তিনি। তার অবশ্য একটা কারণ আছে। ২০২০ সালে বেশ কিছু মানুষ নেট মাধ্যমে মোনালিকে কটাক্ষ করেছিলেন তাঁর বিয়ে নিয়ে। বলা হয়েছিল তিনি নাকি পয়সার জন্য বিয়ে করেছেন ব্যবসায়ী মাইককে। যার উচিত জবাব দিয়েছিলেন মোনালি।
advertisement
সে সময়, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি মাইককে পয়সার জন্য বিয়ে করেননি। হতে পারে মাইক একজন ব্যবসায়ী। কিন্তু তাঁর রোজগার মাইকের থেকে অনেকটাই বেশি। তাই এই অপবাদ একেবারে মিথ্যে।
সে সময় তিনি তিন বছর আগের বিয়ের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বান্দ্রাতে হয়েছিল তাঁর বিয়ে। না কোনও রকম জাঁক-জমক তো দূরের কথা! নিজের থেকে ওভার সাইজের পোশাক পরে বিয়ে সেরে ছিলেন তাঁরা। সেদিনই ছিল বিদেশ যাওয়ার ফ্লাইট। মোনালি মনে করেননি ঢাক ঢোল পিটিয়ে বিয়ের খবর সবাইকে জানানোর প্রয়োজনীয়তা। কারণ জীবনটা তাঁর। তিনি ভাববেন কোনটা মানুষকে জানাবেন আর কোনটা জানাবেন না।
আরও পড়ুন: ইনি আলিয়া নন! কে এই মেয়ে? হঠাৎ পরিচয় কেন গোপন করছেন আলিয়া ভাট! সত্যি ফাঁস ভিডিওতে
ঠিক এর পর থেকেই নিজেকে সোশ্যাল মাধ্যম কিছুটা সরিয়ে নিয়েছিলেন তিনি। গান গাইতে একেবারেই দেখা যাচ্ছিল না। তবে বেশ অনেকদিন পর তিনি আবার নিজের স্বমহিমায় ফিরলেন ইনস্টাগ্রামে। মোনালির পরিচয় তাঁর গান। তবে অভিনয়েও দক্ষ তিনি। ফের একবার গানের জাদুতে মোনালি জিতলেন মানুষের মন। খালি গলায় লতা মঙ্গেশকরের বিখ্যাত গজল গাইলেন তিনি। 'রসমে উলফত কো নিভায়ে তো, নিভায়ে ক্যয়সে!" এই গান ইতিমধ্যে হাজার হাজার মানুষ শুনেছেন। ভালবাসায় ভরিয়েছেন গায়িকাকে। অনেকেই ফের শুনতে চান তাঁর গান।