Viral Video: ইনি আলিয়া নন! কে এই মেয়ে? হঠাৎ পরিচয় কেন গোপন করছেন আলিয়া ভাট! সত্যি ফাঁস ভিডিওতে

Last Updated:

Viral Video: কে এই যুবতী? আলিয়াই তো? কেন বলছেন, তিনি আলিয়া নন! ভাইরাল ভিডিও চমকে দেবে!

#মুম্বই:  সদ্যই বিয়ে করেছেন আলিয়া ভাট। বহুদিন ধরেই ভালোবাসার সম্পর্কে ছিলেন রণবীর-আলিয়া। অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন রণবীর। দীপিকা থেকে ক্যাটরিনা কোথাও শান্ত হননি রণবীর। তবে এপ্রিলের ১৪ তারিখ চার হাত এক হল আলিয়া-রণবীরের। বিয়ের এক মাসের জন্মদিনে বিয়ের ছবিও শেয়ার করলেন নায়িকা! এর মধ্যেই উঠে এল এক চাঞ্চল্যকর বিষয়। যা জানলে অবাক হবেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফ্লোরাল শাড়ি পরে 'কাব তাক চুপ বেঠে' গানে তুমুল নাচছেন আলিয়া ভাট। চোখে সানগ্লাস। এই ভিডিওতে তাঁকে দারুণ মিষ্টি দেখাচ্ছে। কিন্তু সত্যিটা জানলে চমকে যাবেন! উনি নাকি আলিয়া নন!
advertisement
advertisement
হ্যাঁ একদম ঠিক পড়েছেন উনি আলিয়া নন। আলিয়ার মতো দেখতে। হুবহু এক দেখতে এই মেয়েকে। ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে সকলে লিখছেন, কে এই মেয়ে? আলিয়া নন সত্যিই? ইনস্টাগ্রামেই এই যুবতীর একটি প্রোফাইল রয়েছে। সেখানে তাঁর অ্যাকাউন্টের নাম সেলেস্টি বৈরাগে। সেজ এই নামেই রয়েছেন তিনি। সেখানে গেলেই অবাক হয়ে যাবেন। একেবারে আলিয়ার মতো দেখতে এই মেয়েকে। মুহূর্তে ভাইরাল হয়েছেন যুবতী। বেড়ে গিয়েছে ভক্ত সংখ্যাও।
advertisement
advertisement
অবিকল এক দেখতে বহু মানুষ আছেন। শাহরুখ খানের হামশকলকে দেখলে বোঝাই যায় না তিনি শাহরুখ নন। এমনকি ভিড়ে একবার তাঁকে শাহরুখ ভেবে ছেকেও ধরেছিলেন মানুষ। সলমন খান, ঐশ্বর্য সকলের মতো দেখতেই কেউ না কেউ আছেন। কিন্তু আলিয়ার সঙ্গে এই যুবতীর এতটা মিল যে আপনি কিছুতেই বুঝতে পারবেন না, যে ইনি কে? প্রশ্ন উঠবেই মনে। আপাতত হুহু করে ভাইরাল হয়েছেন এই যুবতী। বহু মানুষ শেয়ার করেছেন। রাতারাতি বেড়েছে ভক্ত সংখ্যা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: ইনি আলিয়া নন! কে এই মেয়ে? হঠাৎ পরিচয় কেন গোপন করছেন আলিয়া ভাট! সত্যি ফাঁস ভিডিওতে
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement