TRENDING:

Alia Bhatt Baby Bump: সন্তান আসছে, শরীরে ছাপ স্পষ্ট আলিয়ার, গাড়িতেই স্বামী রণবীরকে আলত আদর, দেখুন ভিডিও

Last Updated:

Ranbir Kapoor-Alia Bhatt: এখন কাপুরদের নতুন প্রজন্মের অপেক্ষা করছে সকলেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মা হতে চলেছেন আলিয়া ভাট্ট৷ নিজে জানিয়েছেন গুড নিউজ৷ তবে সন্তান প্রসবে এখনও কিছুটা সময় বাকি৷ ফলে এখনও চুটিয়ে কাজ করছেন আলিয়া৷ সম্প্রতি নিজের প্রথম হলিউড ছবি হার্ট অব স্টোন (Heart Of Stone)-এর শ্যুটিং করতে তিনি গিয়েছেন লন্ডন৷ কাজ সেরে সেখান থেকে ফিরলেন তিনি৷ মুম্বই বিমানবন্দরে দেখা গেল আলিয়াকে৷ তাঁর এক ঝলক পেতে মুখিয়ে ছিলেন প্যাপারাৎজিরা৷ তিনি বিমানবন্দরের বাইরে পা রাখতেই সকলে মিলে তাঁকে শুভেচ্ছা জানান এবং একের পর এক ছবি তুলতে থাকেন৷ নজরে আসে আলিয়ার বেবি বাম্পের৷ অর্থাৎ ধীরে ধীরে নায়িকার শরীরে আসছে পরিবর্তন৷ সেই ছাপ স্পষ্ট৷ তাঁর জন্য স্বামী রণবীর অপেক্ষা করছিলেন৷ সকলকে ধন্যবাদ জানিয়ে আলিয়া গাড়িতে উঠে পড়লেন কাপুর খানদানের নববধূ৷
advertisement

আরও পড়ুন Rachana Banerjee's son birthday: ইলিশ ভাজা থেকে পায়েস, ছেলের জন্মদিনে থালা সাজিয়ে দিলেন 'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়

বিদেশে শ্যুটিং সেরে ফিরে এসে স্বামী সোহাগে মাতলেন আলিয়া৷ রণবীরকে কাছে পেয়ে তাঁর হাত ধরলেন৷ আদর করলেন৷ আর গাড়ির কাঁচ দিয়ে দেখা গেল সেই মাখোমাখো দৃশ্য৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মুহূর্তে৷

advertisement

রণবীর-আলিয়ার বিয়ের মাস তিনেকের মধ্যে ভক্তদের জন্য ভাল খবর শুনিয়েছেন তারকা দম্পতি৷ এখন কাপুরদের নতুন প্রজন্মের অপেক্ষা করছে সকলেই৷ করিনার দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরকে নিয়ে প্রচুর উন্মাদনা রয়েছে পাপারাৎজিদের৷ এখন অপেক্ষা রালিয়ার (রণবীর-আলিয়ার) সন্তানকে নিয়ে৷ কারণ সে হয়ে উঠবে বলিউডের নতুন আকর্ষণ৷

ইতিমধ্যেই আলিয়া-রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের পরিবারের সকলে৷ রণবীরের মা, আলিয়ার শাশুড়ি নীতু কাপুর খুবই আনন্দিত নতুন অতিথির জন্য৷ অন্যদিকে ভাট পরিবারের সকলেও উচ্ছ্বসিত এই খবরে৷ বলিউডের দুই প্রভাবশালী পরিবারের মধ্যে বন্ধন আরও গাঢ় হতে চলেছে৷ নাতি হোক বা নাতনি, ছোট্টজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

অন্যদিকে রণবীর আবার ফিরছেন বড়পর্দায়৷ তাঁর একের পর এক ছবি মুক্তির অপেক্ষায়৷ ব্রহ্মাত্র থেকে শমশেরা মুক্তি পেয়েছে দু’টি ছবির ট্রেলার৷ মুগ্ধ করেছেন রণবীর৷ তিনি যে জাত অভিনেতা এবং তাঁর রক্তে যে অভিনয় রয়েছে তা আবার বুঝিয়ে দিয়েছেন ঋষি পুত্র৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt Baby Bump: সন্তান আসছে, শরীরে ছাপ স্পষ্ট আলিয়ার, গাড়িতেই স্বামী রণবীরকে আলত আদর, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল