বিদেশে শ্যুটিং সেরে ফিরে এসে স্বামী সোহাগে মাতলেন আলিয়া৷ রণবীরকে কাছে পেয়ে তাঁর হাত ধরলেন৷ আদর করলেন৷ আর গাড়ির কাঁচ দিয়ে দেখা গেল সেই মাখোমাখো দৃশ্য৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মুহূর্তে৷
advertisement
রণবীর-আলিয়ার বিয়ের মাস তিনেকের মধ্যে ভক্তদের জন্য ভাল খবর শুনিয়েছেন তারকা দম্পতি৷ এখন কাপুরদের নতুন প্রজন্মের অপেক্ষা করছে সকলেই৷ করিনার দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরকে নিয়ে প্রচুর উন্মাদনা রয়েছে পাপারাৎজিদের৷ এখন অপেক্ষা রালিয়ার (রণবীর-আলিয়ার) সন্তানকে নিয়ে৷ কারণ সে হয়ে উঠবে বলিউডের নতুন আকর্ষণ৷
ইতিমধ্যেই আলিয়া-রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের পরিবারের সকলে৷ রণবীরের মা, আলিয়ার শাশুড়ি নীতু কাপুর খুবই আনন্দিত নতুন অতিথির জন্য৷ অন্যদিকে ভাট পরিবারের সকলেও উচ্ছ্বসিত এই খবরে৷ বলিউডের দুই প্রভাবশালী পরিবারের মধ্যে বন্ধন আরও গাঢ় হতে চলেছে৷ নাতি হোক বা নাতনি, ছোট্টজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে৷
অন্যদিকে রণবীর আবার ফিরছেন বড়পর্দায়৷ তাঁর একের পর এক ছবি মুক্তির অপেক্ষায়৷ ব্রহ্মাত্র থেকে শমশেরা মুক্তি পেয়েছে দু’টি ছবির ট্রেলার৷ মুগ্ধ করেছেন রণবীর৷ তিনি যে জাত অভিনেতা এবং তাঁর রক্তে যে অভিনয় রয়েছে তা আবার বুঝিয়ে দিয়েছেন ঋষি পুত্র৷