আরও পড়ুন- মহিলার কানে ঢুকে গেল জলজ্যান্ত কাঁকড়া! ভাইরাল ভিডিও দেখার আগে সাবধান
“আমি জানি, তিনি একজন যোদ্ধা এবং তার জীবনের প্রতি যে উদ্যম তা আমরা সবসময় উদযাপন করতে থাকব। আমার কাছে খুব বিশেষ ছিলেন তিনি এবং আমার কাছে নং ১ থেকে যাবেন! ভালো থেকো ভাউ,” লিখেছেন মিথিলা।
ঠাকুরদার (Mithila Palkar Grandfather Passes Away) জন্য মিথিলার করা আবেগঘন পোস্টটি সত্যিই মন কেমন করিয়ে তুলেছে অনেকের। মিথিলার বহু অনুরাগীদের পাশাপাশি সেলিব্রিটিরাও মন্তব্য করে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা, ভালবাসা ব্যক্ত করেছেন।
মিথিলা তাঁর ঠাকুরদা ঠাকুমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন, বিশেষ করে ঠাকুরদার নয়নের মণি বলা যায় তাঁকে। হামেশাই এই দু’জনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি এবং ভিডিও শেয়ার করতেন মিথিলা।
ঠাকুরদার (Mithila Palkar Grandfather Passes Away) জন্মদিনে, মিথিলা একটি সুন্দর ছবি পোস্ট করে বলেছিলেন, “শুভ জন্মদিন নং ১! আমার ভালবাসা, আমার হৃদয়, আমার জীবন।”
আরও পড়ুন- কলেজে পড়াতেন ইংরেজি, এখন চালাচ্ছেন অটো! ৭৪ বছরের বৃদ্ধের কাহিনিতে অবাক নেটিজেনরা
Grandparents day- উপলক্ষ্যে একটি দুর্দান্ত ভিডিও আপলোড করেছিলেন মিথিলা। ওই ভিডিওতে ঠাকুরদা-ঠাকুমার বিয়ের অনুষ্ঠানের ছবি ছিল। ভিডিওর শেষে দু’জনকেই একে অপরের হাতে চুমু খেতেও দেখা গিয়েছে।
ভিডিওটির ক্যাপশনে মিথিলা লিখেছেন, “শুভ Grandparents day-র শুভেচ্ছা সেই দু'জন মানুষকে যারা আমার পৃথিবীর দুই অংশ। যারা আমাকে তাঁদের সাহচর্যের মাধ্যমে ধৈর্য, অধ্যবসায় এবং রোম্যান্সের আসল সারমর্ম শিখিয়েছেন। পৃথিবীর সমস্ত দাদু-ঠাকুমাদের বলি, তোমরা না থাকলে পৃথিবী নিস্তেজ হয়ে যাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি।”