মিস ওয়ার্লড (Miss World 2021) এর অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে এই ঘোষণা করা হয়েছে। ভারতের হয়ে এই সুন্দরী প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছিলেন মানসা বারাণসী। সেরা ১৩ সুন্দরীর মধ্যে জায়গা করে যাত্রা শেষ হয় তাঁর ৭০তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়।
আরও পড়ুন - কাশ্মীর ফাইলস দেখে 'জোকার'-এর সঙ্গে অনুপমের তুলনা! কঙ্গনা কী বললেন জানেন?
advertisement
মিস ওয়ার্লডের (Miss World 2021) জয়ী ক্যারোলিনা এই অনুষ্ঠানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনবাসীর জন্য প্রার্থনাও করেন। জানা যাচ্ছে ক্যারোলিনা বিজনেস-এর একজন ছাত্রী। ইতিমধ্যেই স্নাতক ডিগ্রি পেয়েছেন তিনি। ভবিষ্যতে টিভি সঞ্চালিকা ও মোটিভেশনাল স্পিকার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। বেড়াতে, সাঁতার কাটতে ও সমুদ্রের তলায় স্কুবা ডাইভিং ভালোবাসেন তিনি। গৃহহারা পিছিয়ে পড়া মানুষদের জন্যও কাজ করেন ক্যারোলিনা।
ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনির (Shree Saini) জন্ম ভারতের লুধিয়ানা তে। সাল ১৯৯৬। এর পরে পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। এই প্রতিযোগিতায় তিনি বলেন, আমেরিকার মানুষের সঙ্গে প্রবাসী ভারতীয়দের হয়েও প্রতিনিধিত্ব করছেন তিনি। সাংবাদিকতায় স্নাতক শ্রী। বর্তমানে বাবার সংস্থার বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।