TRENDING:

Shahnawaz Pradhan Death: পুরস্কার গ্রহণ করেই মাটিয়ে লুটিয়ে পড়লেন শেহনওয়াজ! চলে গেলেন 'মির্জাপুর' অভিনেতা

Last Updated:

Shahnawaz Pradhan Death: ‘গঙ্গাজল’-এর অভিনেতা যশপাল শর্মাও জানিয়েছেন, তিনি ওই সময়ে সেই অনুষ্ঠানে ছিলেন। এবং পুরস্কার গ্রহণ করার পরেই অসুস্থ হয়ে পড়েন শেহনওয়াজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: চলে গেলেন বলি অভিনেতা শেহনওয়াজ প্রধান। মুখ্য চরিত্রে দেখা না গেলেও বিভিন্ন ছবি এবং ওয়েব সিরিজে তাঁর অভিনয় উচ্চ প্রশংসা পেয়ে এসেছে। সে ‘মির্জাপুর’ হোক বা ‘ফ্যান্টম’, ‘রইস’ হোক বা ‘টোটা ওয়েডস ময়না’। শেহনওয়াজকে নামে না চিনলেও মুখে চেনেন সকলেই। ৫৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সেই অভিনেতা।
শেহনওয়াজ
শেহনওয়াজ
advertisement

একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শুক্রবার রাতে। হঠাৎ বুকে ব্যথা করতে শুরু করে। আচমকা সেখানেই জ্ঞান হারান শেহনওয়াজ। সঙ্গে সঙ্গে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কাউকে সময় না দিয়েই চলে গেলেন অভিনেতা।

আরও পড়ুন: না পাঠানো চিঠি রয়েছে বাড়িতে, আর হয়তো দেওয়াও হবে না: দিতিপ্রিয়া-সুহোত্রর প্রেমপত্রের গল্প

advertisement

আরও পড়ুন: বাঘের কবলে টাইগার-অক্ষয়ের মেকআপ আর্টিস্ট! হাসপাতালে যুদ্ধ করছেন ২৭ বছরের তরুণ

টেলিভিশন অভিনেত্রী সুরভী তিওয়ারিও ঘটনাচক্রে সেই সময়ে ওই হাসপাতালেই ছিলেন। তাঁর ভাইয়ের চিকিৎসা চলছিল সেখানেই। তিনি হঠাৎ দেখতে পান শেহনওয়াজকে নিয়ে এসে তাঁর ভাইয়ের পাশের বেডেই শোওয়ানো হয়। অভিনেত্রী শুনতে পান, চিকিৎসকরা বলছেন, অভিনেতার পালস পাওয়া যাচ্ছে না। কোনওরকম চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। আর সেখানেই সুরভী জানতে পারেন, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল অভিনেতার। গোটা ঘটনাটির কথা সুরভী জানান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

‘বন্দিস ব্যান্ডিটস’ তারকা রাজেশ তাইলাং ‘মির্জাপুর’-এ শেহনওয়াজের সঙ্গে কাজ করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার ছবি পোস্ট করে শোকবার্তা জানান। ‘গঙ্গাজল’-এর অভিনেতা যশপাল শর্মাও জানিয়েছেন, তিনি ওই সময়ে সেই অনুষ্ঠানে ছিলেন। এবং পুরস্কার গ্রহণ করার পরেই অসুস্থ হয়ে পড়েন শেহনওয়াজ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shahnawaz Pradhan Death: পুরস্কার গ্রহণ করেই মাটিয়ে লুটিয়ে পড়লেন শেহনওয়াজ! চলে গেলেন 'মির্জাপুর' অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল