সূত্রের খবর খুব শীঘ্রই রিলিজ করতে পারে মির্জাপুর ৩। মিডিয়া রিপোর্ট বলছে, এই তৃতীয় অধ্যায় আগের দু’টি সিজনের গল্পকে আরও এক ধাপ এগিয়ে দেবে। মনে করা হচ্ছে এবার দর্শক ত্রিপাঠি এবং পণ্ডিত পরিবারে উপস্থিত হওয়া নতুন সমস্যা দেখতে পাবেন।
মির্জাপুরের প্রথম সিজন রিলিজ করার সঙ্গে সঙ্গেই দর্শকদের মন জয় করে নিয়েছিল। এমনকী কোনও কোনও দর্শক তো একাধিকবার দেখেছেন ওই সিরিজ। মনে করা হচ্ছে মির্জাপুর সিজন ৩-এর প্রিমিয়ার হতে পারে মার্চ মাসের শেষ নাগাদ। তবে এখনও পর্যন্ত রিলিজের তারিখ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানান হয়নি।
advertisement
সূত্রের খবর এই সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। মির্জাপুর সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজন রিলিজ করেছিল Amazon Prime-এ। স্বাভাবিক ভাবেই তৃতীয় সিজনও ওই একই প্লাটফর্মে আসবে বলে মনে করা হচ্ছে।
মির্জাপুর-৩ বাজেট—
সংবাদ মাধ্যম সূত্রের খবর, মির্জাপুর ওয়েব সিরিজের প্রথম সিজনের বাজেট ছিল প্রায় ১২ কোটি টাকা। রিলিজের পরই দারুণ জনপ্রিয় হয়েছিল ওই সিরিজ।
এরপর রিলিজ করে সিজন ২। যার বাজেট প্রথমটির থেকে পাঁচ গুণ বাড়িয়ে প্রায় ৬০ কোটি টাকা করা হয়েছিল।
মনে করা হচ্ছে সব থেকে বেশি বাজেট ধরা হবে সিজন ৩-এর। সূত্রের খবর প্রায় ৭৮ কোটি টাকা হতে পারে মির্জাপুর সিজন ৩-এর বাজেট। বলা হচ্ছে এটি রেকর্ড।
এবারে কাদের দেখা যাবে, তা নিয়েও মানুষের মনে আগ্রহ তৈরি হয়েছে। জানা যাচ্ছে, অভিনয় করবেন, আলি ফজল (গোবিন্দ পণ্ডিত বা গুড্ডু)।
স্বমহিমায় থাকবেন পঙ্কজ ত্রিপাঠী (অখণ্ডানন্দ ত্রিপাঠি বা কালীন ভাইয়া)।
বীণা ত্রিপাঠির চরিত্রে থাকবেন রসিকা দুগ্গল।
লিলিপুট চরিত্রে থাকবেন দেবদত্ত ত্যাগী।
নীলম সত্যানন্দ ত্রিপাঠীর চরিত্রে বিভান সিংহ, শেরনওয়াজ জিজিনার চরিত্রে শবনম এবং জেপি যাদবের চরিত্রে প্রমোদ পাঠক থাকবেন।