TRENDING:

Mimi Chakraborty: 'প্রাইড অব বেঙ্গল' পুরস্কার জিতলেন মিমি, সম্মানিত হয়ে কী বললেন টলি নায়িকা

Last Updated:

Mimi Chakraborty: 'প্রাইড অব বেঙ্গল' পুরস্কার জিতলেন মিমি চক্রবর্তী৷ ইদের দিন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন টলি নায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিনকয়েক আগেই হাতে মারাত্মক চোট পেয়েছিলেন টলিউডের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ হাতে সেলাইও পড়েছিল অভিনেত্রীর৷ 'প্রাইড অব বেঙ্গল' পুরস্কার জিতলেন মিমি চক্রবর্তী৷ এই ব্যথা নিয়েই এবার অ্যাওয়ার্ড নিতে গেলেন মিমি চক্রবর্তী৷ ইদের দিন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন টলি নায়িকা৷
'প্রাইড অব বেঙ্গল' পুরস্কার জিতলেন মিমি, সম্মানিত হয়ে কী বললেন নায়িকা
'প্রাইড অব বেঙ্গল' পুরস্কার জিতলেন মিমি, সম্মানিত হয়ে কী বললেন নায়িকা
advertisement

একধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। এদিন সাদা রঙের সিকোয়েন্সের শাড়ি পড়ে হাজির হয়েছিলেন মিমি চক্রবর্তী৷ হাতে ট্রফি নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ যার ক্যাপশনে লেখা, 'আমি প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড ২০২৩-এর সম্মান পেয়ে গর্ব বোধ করছি৷ বিশেষ করে অন্যান্য আলোকিত ব্যক্তিদের সঙ্গে এই সম্মান ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ'৷ গলায় উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়েছে মিমি চক্রবর্তীকে৷ মিমির এই পোস্টে লাইক ও কমেন্টের বন্যা৷

advertisement

আরও পড়ুন-হাত জোর করে ইদের শুভেচ্ছা, 'মন্নত'-এর বাইরে শাহরুখকে দেখতে উপচে পড়া ভিড়

আরও পড়ুন-রামের রূপে হাজির প্রভাস! 'আদিপুরুষ'-এর মোশন পোস্টারে এবার কোন চমক দিলেন 'বাহুবলী'

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

'প্রাইড অফ বেঙ্গল' অ্যাওয়ার্ড জেতার পর মিমিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷ তবে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখে পড়েছেন নায়িকা৷ কমেন্টে নেটিজেনদের একজন লিখেছেন- 'কীসের জন্য গর্ব, ভাল অভিনেত্রী ঠিক আছে তাতে আবার গর্ব কীসের?' কেউ আবার বলেছেন, 'জানতে পারি তুমি বাংলার জন্য ঠিক কী কী করেছ? যার জন্য তোমাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হল'৷ তবে কোনও রকম নেতিবাচক মন্তব্যের উত্তর দেননি মিমি৷ যদিও এসব সমালোচনার কোনও ধার ধারেন না তিনি৷ তবে অনুরাগীরা অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন৷ তাদের মধ্যে একজন বলেছেন, 'এভাবেই যেন তোমাকে নিয়ে সারাজীবন গর্ব করতে পারি৷ অনেক শুভেচ্ছা তোমাকে'৷ কেউ আবার শরীর-স্বাস্থ্যেরও খোঁজ খবর নিয়েছেন৷ টলিপাড়ার গন্ডি পেরিয়ে তিনি এখন পা রেখেছেন বি-টাউনে৷ বলিউডে পাড়ি দিয়ে যেন অনেক বেশি সাহসী হয়ে উঠেছেন মিমি চক্রবর্তী। তবে বলিউডে অভিনয় করলেও নিজের কাজের জায়গা টলিগঞ্জের কথা বারবার মনে রাখেন মিমি চক্রবর্তী। সূত্র থেকে জানা গেছে এক জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে আলি ফজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিমি চক্রবর্তী।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty: 'প্রাইড অব বেঙ্গল' পুরস্কার জিতলেন মিমি, সম্মানিত হয়ে কী বললেন টলি নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল