TRENDING:

Mimi Chakraborty Injured: আহত মিমি চক্রবর্তী, হাতে পড়ল সেলাই! অভিনেত্রীর আরোগ্য কামনায় শুভশ্রী

Last Updated:

Mimi Chakraborty Injured: চোট পাওয়া হাতটিকে ঠিক ভাবে রাখার জন্য আপাতত আর্ম স্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। শুধু তাই নয়। হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আহত অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই অনুরাগীদের সে কথা জানিয়েছেন। হাতে চোট পেয়েছেন তিনি।
আহত মিমি চক্রবর্তীর আরোগ্যে কামনা করলেন শুভশ্রী
আহত মিমি চক্রবর্তীর আরোগ্যে কামনা করলেন শুভশ্রী
advertisement

চোট পাওয়া হাতটিকে ঠিক ভাবে রাখার জন্য আপাতত আর্ম স্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। শুধু তাই নয়। হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আপাতত একাধিক ওষুধের সাহায্য নিতে হচ্ছে সাংসদ-অভিনেত্রী। তবে চোট পেলেও ভাল আছেন তিনি। আর্ম স্লিং পরে হাসি মুখে সেলফিও দিয়েছেন মিমি। তার সঙ্গেই লিখেছেন, 'কিছু দিন ঠিক যে ভাবে পরিকল্পনা করা হয়, সে ভাবে যায় না।'

advertisement

আরও পড়ুন-কৌশানিকে বাহুডোরে আগলে ধরতেই চরম ট্রোলড বনি,'ইডি কী বলছে', খোঁচা অভিনেতাকে

আরও পড়ুন-বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! ইলিয়ানার গর্ভে কি রয়েছে ক্যাটরিনার ভাই-এর সন্তান, করণের কথাই কি তবে সত্যি হল

সতীর্থ থেকে অনুরাগীরা, মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলেই। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।' একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। অনুরাগীরাও চিন্তিত অভিনেত্রীকে নিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের 'রক্তবীজ'-এর শ্যুট শেষ করেছেন মিমি। থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপুজো। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত ছবিটি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty Injured: আহত মিমি চক্রবর্তী, হাতে পড়ল সেলাই! অভিনেত্রীর আরোগ্য কামনায় শুভশ্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল