ছেলের নাম জানানোর প্রতিটি পর্ব বেশ নাটকীয় করেছেন মেঘনা ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ৷ সেখানে তিনি অনুরাগীদের বলেন, খুব শীঘ্র তিনি ছেলের নাম প্রকাশ করবেন ৷ তার পর সেই টিজারে দেখান হয় শিশুকে এখন কী কী নামে ডাকা হয় ৷ আর পাঁচজন শিশুর মতো তারও অনেকগুলো আদরের ডাকনাম ৷ তাকে ডাকা হয় ‘সিম্বা’, ‘প্রিন্স’, ‘জুনিয়র চিরু’, ‘জুনিয়র’, ‘চিন্টু’-সহ আরও অনেক নামে ৷
advertisement
সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে মেঘনা ১ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ ভিডিয়োর প্রথমে একটি লাইন লেখা আছে, ‘স্বর্গের দ্বার এ বার উন্মোচিত’ ৷ তার পর দেখানো হয়েছে চিরঞ্জীবি ও মেঘনার বিয়ের কিছু দৃশ্য ৷ এর পর আসে তাঁদের সন্তানের একাধিক ছবির মন্তাজ ৷ সবার শেষে প্রকাশ করা হয়, শিশুর নাম ‘রায়ান রাজ সরজা’ ৷
এর পর ব্যাখ্যা করা হয়েছে নামের অর্থও ৷ একটি লাইনে লেখা হয়েছে ‘মনে করা হয়, সংস্কৃত ভাষায় রায়ান শব্দের অর্থ ছোট রাজকুমার ৷ অন্যদিকে আরবিক ভাষায় এর অর্থ স্বর্গের দ্বার ৷’’
রায়ানের বাবা চিরঞ্জীবি মাত্র ৩৯ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে প্রয়াত হন ২০২০ সালের ৭ জুন ৷ সে সময় তাঁর স্ত্রী, ৩১ বছর বয়সি অভিনেত্রী মেঘনা ছিলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা ৷
মেঘনা মাঝে মাঝেই চিরঞ্জীবি ও রায়ানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন ৷ সম্প্রতি জন্মাষ্টমী উপলক্ষে সন্তানের সঙ্গে তাঁর নিজের একটি ছবি শেয়ার করেন মেঘনা ৷ লাল ধুতি এবং নেকলেস পরিয়ে ছেলেকে ছোট্ট কৃষ্ণের মতো সাজিয়েছিলেন তিনি ৷ ফেব্রুয়ারি মাসের গোড়ায় চিরঞ্জীবির শেষ ছবি ‘রজমারথান্ডা’-র ট্রেলর প্রকাশ করেন মেঘনা ৷ সঙ্গে ছিল ছোট্ট রায়ান ৷