TRENDING:

Dolly Chaiwala : বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ! ডলি চাওয়ালা ছুটিতে মলদ্বীপে, সঙ্গে কোন বলিউড তারকার

Last Updated:

Dolly Chaiwala : বিল গেটসের সঙ্গে দেখা করার পর, ডলি চাওয়ালা মলদ্বীপে সোহেল খানের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত। শুনতে অবাক লাগলেও তাঁর এই সকল ভাইরাল ছবিতেই এখন কাঁপছে সোশ্যাল মিডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মলদ্বীপ:  নাগপুরে থাকাকালীন, যে কেউ ডলির জনপ্রিয় চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলেই, হলুদ সানগ্লাস, সোনার চেন এবং একটি অদ্ভুত হেয়ার-স্টাইল সহ একটি মজাদার পোশাক পরিহিত লোকটিকে দেখতে পারেন। ডলি চাওয়ালা, যিনি সম্প্রতি বিলিওনিয়ার বিল গেটসের সঙ্গে একটি অপ্রত্যাশিত ভিডিওর জন্য ভাইরাল হয়েছিলেন, তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন। কারণ বিল গেটসের সঙ্গে দেখা করার পর, ডলি চাওয়ালা মলদ্বীপে সোহেল খানের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত। শুনতে অবাক লাগলেও তাঁর এই সকল ভাইরাল ছবিতেই এখন কাঁপছে সোশ্যাল মিডিয়া।
advertisement

বলিউড তারকার সঙ্গে পোজ দেওয়ার পাশাপাশি ডলি চাওয়ালাকে স্থানীয়দের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে সোহেলের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ডলি লিখেছেন, “মলদ্বীপে দেখা মিলল সোহেল খান স্যারের। খুব ভাল লাগল তাঁর সঙ্গে দেখা করে।” পরবর্তীতে, অন্যান্য অনেক ছবিও ইন্টারনেটে প্রকাশিত হয়, যেখানে দেখানো হয়েছে যে তিনি দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের সঙ্গে পোজ দিচ্ছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

advertisement

আরও পড়ুন : জোর টক্কর অরিজিৎ-অনুপমের, ফিল্মফেয়ারে মনোনীত সৌমিতৃষাও! দেখে নিন ফিল্মফেয়ারে মনোনয়নের চমক লাগানো তালিকা

মলদ্বীপের বাসিন্দা সুজাউ হুসেন, X হ্যান্ডলে ডলি চাওয়ালার সঙ্গে তাঁর ছবিও শেয়ার করেছেন এবং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ডলিকে স্থানীয়দের সঙ্গে মিশতে এবং দ্বীপরাষ্ট্রের প্রাণবন্ত পরিবেশে আনন্দ করতে দেখা যাচ্ছে। এরপর অনেকেই তাঁদের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ডলিকে তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানালেও, কেউ কেউ ছবিটি নিয়ে হাস্যকর মন্তব্যও করেছেন। একজন ইউজার লিখেছেন, “এবার তো ডলি ফিল্মেও আসবে।” আরেকজন লিখেছেন, “ডলি চাওয়ালা হল বিল গেটসের বন্ধু।” একজন ইউজার মন্তব্য করেছেন, “ভগবান আপনাকে আরও সাফল্য দিক, ভাই।” আবার অন্য একজন ইউজার মন্তব্য করেছেন, “আমি ডলির জন্য খুব খুশি। যখন একজন ছোট বিক্রেতা সফল হয়, তখন আমি এটা দেখে খুব খুশি হই। একজন ইউজার যোগ করেছেন, “ভাল যাচ্ছে, ডলি, ভাই। তোমাকে দেখে গর্বিত।”

advertisement

View this post on Instagram

A post shared by D🫖LLY (@dolly_ki_tapri_nagpur)

আরও পড়ুন : বিয়ের পর সলমনের প্রাক্তন ভগ্নীপতির প্রথম হোলি! ভালবাসার রঙে মাখামাখি হলেন পুলকিত-কৃতী

advertisement

advertisement

View this post on Instagram

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিছুদিন আগেই মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও ডলি চাওয়ালার একটি ভিডিও ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হয়। গেটসের ভারত সফরের সময় তিনি ডলির চা স্টল থেকে এক কাপ চা উপভোগ করতে কিছু সময় নিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় যে, গেটস ডলির চায়ের স্টল থেকে এক কাপ গরম চা পান করছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। পরে, ডলিও স্বীকার করেন যে, তিনি চা তৈরির সময় গেটসের আসল পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন ডলি। এবার মলদ্বীপে সোহেল খানের সঙ্গে ছবি তুলে আরও একবার ভাইরাল ডলি চাওয়ালা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dolly Chaiwala : বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ! ডলি চাওয়ালা ছুটিতে মলদ্বীপে, সঙ্গে কোন বলিউড তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল