অভিযোগ করেছেন বলিউডের অন্যতম বিখ্যাত গায়িকা চিন্ময়ী শ্রীপদা ৷ বলিউডে গুরু- মাইয়া মাইয়া, তেরে বিনা, চেন্নাই এক্সপ্রেসের তিতলি, হাসিতো ফাসির জেহনশি -র মতো গান গেয়ে রীতিমতো ধুম মাচিয়েছেন বলিউডে ৷ তবে দক্ষিণী সিনেমায় তাঁর দাপট আরও অনেক বেশি ৷ এহেন তারকাকে মুম্বইতে যৌন হেনস্তা করেছিলেন তিনি ৷
advertisement
শ্রীপদা নিজের পোস্টে সেই ভয়ানক ঘটনার বিবরণ দিয়েছিলেন ৷ তিনি লিখেছেন মুম্বইতে নিজের বন্ধুর সঙ্গে গিয়েছিলেন চিন্ময়ী শ্রীপদা ৷ তাঁদের হোটেলেই আইপিএল খেলার জন্য হাজির ছিলেন লসিত মলিঙ্গা ৷ তিনি বিবরণ দিয়েছেন নিজের বন্ধুকে খুঁজে পাচ্ছিলেন না তিনি ৷ এমন সময় লসিত মলিঙ্গা জানান তাঁর বান্ধবী মলিঙ্গার ঘরে অপেক্ষা করছেন ৷ ফলে চিন্ময়ী শ্রীপদা মালিঙ্গার ঘরে যান ৷ সেখানে গিয়ে চিন্ময়ী দেখেন তাঁর বান্ধবী সেই ঘরে নেই ৷
এই সুযোগে লসিত মলিঙ্গা তাঁকে সজোরে বিছানায় শুইয়ে দেন ৷ তাঁর ওপর চড়ে পড়েন ৷ তিনি জানিয়েছেন তাঁর গায়ে যথেষ্ট জোর থাকলেও তিনি মালিঙ্গাকে সরাতে পারছিলেন না ৷ তিনি নিজের চোখ ও মুখ বন্ধ করে নেন ৷ ফলে মলিঙ্গা তাঁর মুখমন্ডলকেই ব্যবহার করছিলেন ৷ এমন সময় হোটেলের স্টাফ দরজা নক করলে মালিঙ্গা তা খুলতে যান ৷ এই সুযোগে চিন্ময়ী শ্রীপদা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নেন এবং স্টাফের সঙ্গেই বেরিয়ে যান ৷ চিন্ময়ী আরও বলেছেন তিনি সে সময় এ কথা জানননি কারণ সকলে বলত তিনি সব জেনে বুঝেই লসিত মলিঙ্গার ঘরে গিয়েছিলেন ৷