পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প লিখেছেন স্বয়ং শমীক রায়চৌধুরী। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার, আলেকজান্দ্রা টেলর এবং পিন্টু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, সৌম্য মজুমদার, দেবপ্রিয় মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী এবং পিঙ্কল নন্দীকে। এই ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি হলেন প্রসেনজিৎ কোলে। আর্ট ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তপন শেঠ। সঙ্গীত পরিচালনা করেছেন তমাল কান্তি হালদার।
advertisement
এমনিতে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের উপর গভীর আগ্রহ রয়েছে পরিচালক শমীক রায়চৌধুরীর। আর তিনি এ-ও জানালেন যে, তাঁর ছবির বিষয়বস্তুর মধ্যেও তাঁর এই আগ্রহের প্রতিফলন দেখা যায়। আর ‘মায়া সত্য ভ্রম’ ছবিও তার ব্যতিক্রম নয়! শমীক রায়চৌধুরীর আসন্ন এই ছবি মূলত আধ্যাত্মিকতা এবং প্রকৃতি ও মনুষ্যধর্মের নির্দিষ্ট দর্শনের উপর ভিত্তি করা তৈরি করা হচ্ছে। অপরাধ, সাসপেন্স এবং রোমাঞ্চকে ঘিরেই আবর্তিত হবে ছবির প্রেক্ষাপট।
আরও পড়ুন– মাঝগঙ্গায় চুম্বক ছুড়ে দিল কিশোর… বার করে আনতেই যা উঠে এল ! দেখে তাজ্জব নেটিজেনরাও
‘মায়া সত্য ভ্রম’ ছবির গল্প অনুযায়ী, বিগত সাত মাসের মধ্যে অদ্ভুতুড়ে দুটি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে যায়। যা কলকাতার প্রফুল্ল নগর থানা এলাকা সংলগ্ন অঞ্চলের জীবনযাত্রাকে পুরোপুরি ভাবে বদলে দিয়েছে। প্রথম নিখোঁজ হয় সাব-ইনস্পেক্টর সঞ্জয় কোনারের আট বছর বয়সী পুত্র টোটোরো। এরপর নিখোঁজ হয়ে যান স্যুইডিশ ফিল্ম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এবং গবেষক। যিনি পড়াশোনা করতে ভারতে এসেছেন। প্রথম দিকে মনে হয়েছিল, নিখোঁজ হওয়ার ঘটনা দু’টি একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়। তবে তদন্তে উঠে আসে এক রহস্যময় ব্যক্তিত্ব ত্রিলোকদর্শী বাবার নাম।
আরও পড়ুন– নতুন এই ওয়েব সিরিজ দেখেছেন? ৬.৮ রেটিং রয়েছে, একবার দেখলে ‘পঞ্চায়েত’ ভুলে যাবেন
ছোট্ট শিশু টোটোরো নিখোঁজ হওয়ায় প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন তার বাবা এসআই সঞ্জয় কোনার এবং মা ঊর্মিলা। ধীরে ধীরে ত্রিলোকদর্শী বাবার রহস্য উন্মোচিত হতে থাকে। আর নিখোঁজ হওয়ার দু’টি ঘটনার মধ্যে যেন একটা যোগসূত্র তৈরি করে।
কিন্তু ‘বেলাইন’-এর পরে আবার কেন এই গল্প নিয়ে কাজ করছেন পরিচালক? এই প্রসঙ্গে ইটাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে শমীক বলেছেন যে, “বেলাইন যখন সাফল্যের শিখরে ছিল, সাফল্যের অর্থ যা-ই হোক না কেন… সাফল্যের বন্যা বইছিল। মানুষকে নিজেদের মতামত প্রকাশ করতে আসতে দেখে আমি আপ্লুত হয়েছিলাম। এর জন্য আমি কৃতজ্ঞ ছিলাম আর এখনও কৃতজ্ঞ আছি।” তিনি আরও বলেন যে, “বড় পর্দায় ‘বেলাইন’ আনার চতুর্থ সপ্তাহ থেকেই ‘মায়া সত্য ভ্রম’ আমার স্বপ্ন ছিল। পাহাড়ের কাছে আমি আত্মসমর্পণ করেছিলাম। আর বাকি কাজটা করে দিয়েছিল প্রকৃতি। আমি গল্পের কাঠামোটা পেয়ে গিয়েছিলাম। যা আমায় গভীর ভাবে ভাবিয়েছিল। আমি বিশ্বাস করি, যে গল্প আপনাকে ভাবায়, সেই গল্পের আপনার সঙ্গে থেকে যাওয়ার ক্ষমতা রয়েছে।”
পরিচালকের কথায়, “আসলে এরপর আমি একটা বিরতি নিয়েছিলাম। এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাহাড়ে ছিলাম। সেই সময়েই ‘মায়া সত্য ভ্রম’-এর গল্প আমার মাথায় আসে। আর সেটা নিয়েই আমি ওই কিছুদিনে চিত্রনাট্য এবং স্ক্রিনপ্লে তৈরি করি।”
শমীক রায়চৌধুরী জানালেন যে, “এই ছবিতে দুর্দান্ত দক্ষ অভিনেতা-অভিনেত্রীদের পেয়ে আমি সত্যিই আনন্দিত। এই ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার, পিন্টু চট্টোপাধ্যায়, আলেকজান্দ্রা টেলর, শ্রেয়া ভট্টাচার্য, দেবেশ রায়চৌধুরী, দেবপ্রিয়, সন্দীপ, সৌম্য, রাণা এবং আরও অনেকে। ইতিমধ্যেই ‘মায়া সত্য ভ্রম’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। আর একবার প্রি-প্রোডাকশন হলে কলাকুশলীরা শ্যুটিং শুরু করবেন। আগামী বছরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।”