দু’দিন আগে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল রবীন্দ্র বের্দেকে। তারপরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। শেষরক্ষা হল না। স্ত্রী, দুই সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনিকে রেখে চলে গেলেন প্রবীণ অভিনেতা।
আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’, তালিকায় আরও বাংলা ছবি
মাত্র ২০ বছর বয়সে থিয়েটারে পা রাখেন রবীন্দ্র। ৩০০টিরও বেশি মরাঠি ছবি এবং পাঁচটি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। অনিল কাপুর অভিনীত ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ এবং অজয় দেবগন অভিনীত ‘সিংহম’-এ দেখা গিয়েছিল তাঁকে। রবীন্দ্রর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
১৯৯৫ সালে একটি নাটকের সময় রবীন্দ্র বের্দে হৃদরোগে আক্রান্ত হন। এরপর ২০১১ সালে ক্যানসারের কবলে পড়েন। কিন্তু শিল্পের সঙ্গে একাত্ম হয়ে কঠিন সময়টি কাটিয়ে ওঠেন তিনি। নাটকের প্রতি অনুরাগ তাঁকে একদিনের জন্যেও বসতে দেয়নি। ক্যানসারে আক্রান্ত হয়েও নাটক দেখতে যেতেন নিয়মিত।