TRENDING:

মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে বিবাদ, নেপালকে সমর্থন করলেন মণীষা কৈরালা !

Last Updated:

এই বিবাদকে সমর্থন করে এবং বিশেষ করে এই বিতর্কে নেপালকে সমর্থন করার জন্য বিতর্কে পড়লেন নেপালের মেয়ে এবং বলিউডের জনপ্রিয় নায়িকা মণীষা কৈরালা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লিপুলেখ ও কালাপানিকে নিয়ে ভারত-নেপাল বিবাদ নতুন করে আবার শুরু হয়েছে ৷ সম্প্রতি নেপাল এক মানচিত্র প্রকাশ করেছে, যেখানে এই দুই জায়গা নেপালের বলে দাবি করা হয়েছে ৷ প্রকাশ্যে আসা মানচিত্র নিয়েই নতুন করে সংঘাত শুরু হয়েছে নেপাল ও ভারতের মধ্যে ৷ তবে এই বিবাদের সূত্রপাত কিন্তু ২০১৯ থেকেই ৷
advertisement

তবে এই বিবাদকে সমর্থন করে এবং বিশেষ করে এই বিতর্কে নেপালকে সমর্থন করার জন্য বিতর্কে পড়লেন নেপালের মেয়ে এবং বলিউডের জনপ্রিয় নায়িকা মণীষা কৈরালা ! নেপালের এই মানচিত্রের প্রশংসা করে ট্যুইটও করেছেন মণীষা !

ট্যুইটে মণীষা লিখেছেন, ‘আমাদের ছোট দেশ যে তাঁর সম্মান ও গৌরব রাখতে পেরেছে, তা সত্যিই প্রশংসা যোগ্য ৷  ’

advertisement

দেখুন সেই ট্যুইট---

বাংলা খবর/ খবর/বিনোদন/
মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে বিবাদ, নেপালকে সমর্থন করলেন মণীষা কৈরালা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল