TRENDING:

Manikarnika Movie Review: কঙ্গনা একাই একশো !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার তো সত্যিই কুইন ! তাও আবার ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ ৷ যেমন তেজ, তেমন দম্ভ ৷ তেমনি আবার দৃঢ় যোদ্ধা ৷ একাই মারাঠা সাম্রাজ্য কাঁধে নিয়ে দুশমনের দিকে রক্তমাখা তরবারি নিয়ে এগিয়ে যাওয়া৷ আর রক্তমাখা মুখে ‘হরহর মহাদেব’ ! গোটা স্ক্রিন জুড়ে যখন ডলবি সাউন্ডে কঙ্গনা রানাওয়াত ‘পারফেক্ট’ লক্ষ্মীবাঈ হয়ে উঠছেন, তখন কিন্তু পর্দার বাইরে কঙ্গনাকে নিয়ে চলা যাবতীয় গুঞ্জনকে আপনি এক নিমেশে ভুলে যাবেন ৷ বরং, বার বার বলে উঠবেন, কঙ্গনা আপনি অসাধারণ !

মণিকর্ণিকা

3/5
undefined undefined 25.01.2019|হিন্দি|ড্রামা
Starring:কঙ্গনা রানাওয়াত, যিশু সেনগুপ্ত, ড্যানিDirector:কঙ্গনা রানাওয়াত, কৃশMusic:শঙ্কর-এহসান-লয়
Watch Trailer
advertisement

পরিচালক কঙ্গনা ও পরিচালক কৃশের যৌথ পরিচালনার ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ৷ যেখানে কঙ্গনাই নায়ক, কঙ্গনাই নায়িকা ৷ এমনকী, এক সময় মনে হবে, সহ-অভিনেতাগুলো শুধুই মাত্র প্রপ ! গল্প এগিয়েছে ইতিহাসের মতো করেই, একেবারে ছোটবেলায় পড়া ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের লড়াই ও মারাঠা সাম্রাজ্যের ইতিহাসের মতো করে ৷ সিনেমার কারণে, অল্প-আধটু ‘সিনেম্যাটিক’ হয়েছে অবশ্যই ৷ তবে তা কিন্তু ইতিহাস বিকৃত নয় ! এখানেই কিন্তু বলিউডের অন্যান্য ‘পিরিয়ড’ ছবি থেকে আলাদা কঙ্গনার মণিকর্ণিকা৷ আর এর জন্য অবশ্যই বাহবা দিতে হয় চিত্রনাট্যকর কে.ভি.বিজেন্দ্র প্রসাদকে ৷

advertisement

মণিকর্ণিকা এমন এক ছবি যা আসলে পুরোটাই দাঁড়িয়ে অভিনয়ের ওপর ৷ আর এ ব্যাপারে গোটা দায়িত্বই নিয়ে ফেলে ছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ পাশে অবশ্য ছিলেন ড্যানির মতো দুঁদে অভিনেতা ৷ তবে কঙ্গনার পাশে তা খুব একটা নজর কাড়েনি ৷ ছিলেন যিশু সেনগুপ্ত ৷ তিনি অবশ্য শুধু ছিলেনই ৷ এমনকী, নিজের ‘ভয়েস’ও ব্যবহার করতে পারেনি যিশু ৷ যিশু সেনগুপ্ত-র মতো ভালো অভিনেতাকে এভাবে দেখাটা বেশ দুঃখজনক ৷

advertisement

আসলে ‘মণিকর্ণিকা’ একেবারে কঙ্গনার ছবি ৷ যেখানে তিনিই ‘সত্য’, তিনিই ‘সুন্দরম’ ৷ তবে এ দায়িত্ব খুবই দক্ষতার সঙ্গে পালন করেছেন কঙ্গনা ৷

তবে এ সবের মধ্যেও মণিকর্ণিকা ত্রুটিমুক্ত নয় ৷ এই ছবির প্রথম দুর্বল জায়গাই হল, একই সংলাপের বার বার ব্যবহার ৷ দেশাত্ববোধের মেলোড্রামা ৷ যা কিনা একটা সময়ের পর ছবির গতিকে শ্লথ করে দেয় ৷ এমনকী, এই ছবির ‘রিলটাইম’ বেশ বড় ৷ যা কিনা সহজেই এডিটের মহিমায় ছোট করাই যেত ৷

advertisement

এই ছবি নিয়ে যে ছবির টিমের মধ্যে বেশ গোলযোগ ঘটেছিল তা কিন্তু বেশ স্পষ্ট ছবির বেশ কিছু দৃশ্যে৷ এমনকী, ছবির কিছুটা অংশের উদ্দেশ্যের সঙ্গে পরের অংশের উদ্দেশ্যেরও তফাৎ দেখা যায় ৷ বিশেষ করে, বৃটিশ সেনাদের সঙ্গে যুদ্ধের দৃশ্যের পরিচালনা বেশ অ-পটু হাতের নির্দশন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে সব মিলিয়ে মণিকর্ণিকা এমন এক ছবি যা নায়কাচিত বলিউডে ‘নায়িকা’র গুরুত্বকে ফের প্রমাণ করে৷ বলা ভালো ‘কুইন’ কঙ্গনার ফের ‘কুইন’ হওয়ার গল্পই প্রচ্ছন্ন বলে চলতে থাকে মণিকর্ণিকায় ৷ ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ যেন শুধুমাত্র এক উপমা !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Manikarnika Movie Review: কঙ্গনা একাই একশো !