মন্দিরা বেদীকে সুইমিং পুলে দেখা যায় পরিচালক-প্রযোজক বিক্রমাদিত্য মোটওয়ানের ভাই আদিত্যর সঙ্গে! দুজনে খুব ভাল বন্ধু, বহুদিনের বন্ধুত্ব তাঁদের! আদিত্যর জন্মদিনেই ছবিগুলো পোস্ট করেন মন্দিরা। ক্যাপশনে লিখেছেন, '' শুভ জন্মদিন আদি। তুমি আমার কাছে কী, আমাদের মধ্যেকার সমীকরণ কেমন, আমি তোমায় কতটা বিশ্বাস করি...এই ছবিগুলোই সব দিচ্ছে! তোমায় অনেক ভালবাসা, জীবনে অনেক সাফল্য পাও।'' মন্দিরার পোস্ট থেকেই জানা যায়, দুজনের বন্ধুত্ব সেই ১৭ বছর বয়স থেকে। ছবিতে দেখা যায়, মন্দিরা আদিত্যর নাকে হাত দিয়ে রয়েছে! বন্ধুত্বের গভীরতা বোঝাতে মন্দিরা লেখেন, ''করোনা পরিস্থিতিতেও আমরা এভাবে ছবি তুলতে পারি।''
advertisement
যদিও মন্দিরা ট্রোলিংয়ের কোনও যবাব দেন না! তিনি পোস্টে কমেন্ট-এর অপশন বন্ধ করে দেন।
১৯৯৯ সালে বিয়ে হয় মন্দিরা আর রাজ কৌশলের। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান বীরের জন্ম হয়। পরে একটি শিশুকন্যা দত্তক নেন মন্দিরা ও রাজ। নাম রাখেন তারা বেদী কৌশল। ৪৯ বছর বয়সেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজের। স্বামীর মৃত্যুর পর বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন মন্দিরা। ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করছেন অভিনেত্রী! সম্প্রতি তাঁকে প্রিয় বান্ধবী মৌনী রায়ের বিয়েতেও দেখা যায়।