TRENDING:

Manali Manisha Dey and Abhimanyu Mukherjee: বিপন্ন যৌনকর্মীদের পাশে দাঁড়াতে উদ্যোগ তারকা দম্পতির

Last Updated:

মানালি একা নন ৷ এই ভাবনার শরিক তাঁর স্বামী অভিমন্যুও ৷ এই বার্তা সংক্রান্ত তাঁর একটি পোস্ট শেয়ারও করেোছিলেন মানালি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : কার্যত লকডাউনে কেমন আছেন যৌনকর্মীরা ? তাঁদের কি কোনওভাবে সাহায্য করা যায়? এই প্রশ্ন ভাবিয়ে তুলেছে মানালি দে-কে ৷ সামাজিক মাধ্যমে নিজের ভাবনার কথা শেয়ারও করেছেন অভিনেত্রী ৷ জানিয়েছেন, ‘দুর্বার’-এর যুক্ত একজনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তাঁর কাছ থেকে মানালি জানতে পেরেছেন, এই মুহূর্তে যৌনকর্মীদের খাবারের অভাব হচ্ছে না ৷ কিন্তু তাঁদের হাতে সেরকম টাকা নেই ৷
advertisement

অধিকাংশ যৌনকর্মী তাঁদের উপার্জনের বড় অংশ পাঠিয়ে দেন নিজের ফেলে আসা পরিবারের কাছে ৷ নিজেদের হাতে টাকা না থাকায় তাঁরা সাহায্য করতে পারছেন না পরিবারকে ৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের বাচ্চারাও ৷ তাঁদের এই পরিস্থিতির কথা ভেবে মানালি উদ্যোগ নিচ্ছেন ক্রাউড ফান্ডিংয়ের ৷ ফেসবুকে তিনি নেটিজেনদের কাছে আর্জি রেখেছেন, এই উদ্যোগে সামিল হওয়ার জন্য ৷ ক্রাউড ফান্ডিংয়ে যে অর্থ একত্রিত হবে, সেটা পৌঁছে দেওয়া হবে যৌনকর্মীদের কাছে ৷

advertisement

মানালি একা নন ৷ এই ভাবনার শরিক তাঁর স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়ও ৷ এই বার্তা সংক্রান্ত তাঁর একটি পোস্ট শেয়ারও করেছিলেন মানালি ৷ আজকের এই পরিস্থিতিতে যাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ ও কুর্নিশ জানিয়েছেন অভিমন্যু ৷ তাঁর কথায়, ‘করোনা এবং সাম্প্রতিক কার্যত লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছেন যৌনকর্মীরা ৷ স্বল্প পুঁজি নিয়ে হলেও তাঁদের পাশে দাঁড়াতে চান অভিমন্যু ৷ সামাজিক মাধ্যমে তিনিও আবেদন করেছেন বাকিদের সাহায্যের হাত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রসঙ্গত পরিচালক অভিমন্যুর সঙ্গে মানালির প্রেমপর্বের সূত্রপাত ‘নিমকি ফুলকি’ ছবির শ্যুটিঙে ৷ গত বছর করোনা আবহেই নতুন জীবন শুরু করেছেন তাঁরা ৷ পরিস্থিতির জন্য কোনও জাঁকজমক করা হয়নি ৷ ছিমছাম ঘরোয়া পরিবেশে ১৫ অগস্ট আইনি বিয়ে হয় দু’জনের বিয়ের সাজও ছিল সাদামাটা ৷ তার এক সপ্তাহ পর আনুষ্ঠানিক বিয়ের পর্বও ছিল মালাবাদল ও সিঁদুরদানের মধ্যেই সীমাবদ্ধ ৷ বিয়ের কয়েক মাস পর দার্জিলিঙে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি ৷ এই তারকা জুটির সম্পর্কে এখনও নতুন বিয়ের গন্ধ ৷ তার মাঝেই অসহায় মুখগুলোর পাশে দাঁড়ানোর চিন্তা উঁকি দিয়ে গিয়েছে দুজনে মনেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Manali Manisha Dey and Abhimanyu Mukherjee: বিপন্ন যৌনকর্মীদের পাশে দাঁড়াতে উদ্যোগ তারকা দম্পতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল