এই নাটকটির উপস্থাপনা করেছে বাংলা থিয়েটার। মামনুর রশিদের সঙ্গে চঞ্চলের সম্পর্ক বহু বছরের। 'আরণ্যক' দলে মামনুর রশিদের নির্দেশনায় বহু দিন ধরে কাজ করেছেন চঞ্চল। আর সেই মানুষটির সঙ্গে কলকাতায় দেখা করতে গেলেন তিনি। ঘটনাচক্রে 'কারাগার ২'-এর ট্রেলার মুক্তির জন্য এ শহরেই ছিলেন চঞ্চল।
advertisement
আরও পড়ুন: প্রয়াত ‘জননী’র পরিচালক বিষ্ণু পাল চৌধুরী! চলছিল ফুসফুসের ক্যানসারের চিকিৎসা
এই দলের সঙ্গে এখনও যুক্ত 'হাওয়া'র অভিনেতা। সময় পেলেই পুরনো নাটকে অভিনয় করেন চঞ্চল। যদিও এখন বড়পর্দা এবং সিরিজের ব্যস্ততায় কয়েক মাস মঞ্চাভিনয় করা হয়নি। কিন্তু নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে চঞ্চল বলেন, ''যখন আর এত ব্যস্ততা থাকবে না। যখন অন্য মাধ্যমের কাজ কমে আসবে, তখন কেবল নাটকেই অভিনয় করব। মঞ্চ নিয়েই আমাক স্বপ্ন।''
আরও পড়ুন: দু'দেশের মানুষই স্বাধীন, তাও গণ্ডি রয়ে গিয়েছে, সিনেমার বাধাবিপত্তি নিয়ে আক্ষেপ চঞ্চলের
আগামী বছর ৭ ডিসেম্বর পর্যন্ত ১৫০ বছর পূর্তির অনুষ্ঠান চলবে। বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি চলবে। পেশাদার থিয়েটারের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রী, যেমন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দুলাল লাহিড়ি প্রমুখকে সংবর্ধনা জানানো হয়েছে গত ৬ ডিসেম্বর সন্ধ্যায়। বছর জুড়ে মোট ১৭টি পুরনো নাটকের নব মঞ্চায়ন হবে।