এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মাঝরাতে এই সিনেমার এক নায়ক তাঁর শোয়ার ঘরে ঢুকে পড়তে চাইছিলেন। দরজায় বারংবার ধাক্কা মারছিলেন, চিৎকার করছিলেন সেই অভিনেতা। তবে তিনি ওই অভিনেতার নাম প্রকাশ্যে আনেন নি।
আরও পড়ুন: বিনোদ খান্না থেকে শুরু করে সানি দেওলের সঙ্গে জড়িয়েছিল নাম; অবশেষে কাকে বিয়ে?
advertisement
ইতিমধ্যেই মল্লিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁকে সেখানে বলতে শোনা যায়, “একটা বড় বাজেটের ছবি করতে আমরা দুবাই গিয়েছিলাম। সেখানে অনেক বড় অভিনেতা ছিল। সেখানে আমি কমেডির রোলে অভিনয় করেছিলাম।’
আরও পড়ুন: কথার চাপে পিছু হটল ফুলকি, গীতা! ছিটকে গেল পর্ণাও… টিআরপিতে বড় ধস
এই ভিডিও-এর মধ্যেই তাঁকে বলতে শোনা যায়, “ওই সিনেমার এক অভিনেতা রাত ১২টার সময়ু আমার দরজা ধাক্কা দিচ্ছিল। আমার একটা সময় মনে হচ্ছিল দরজা ভেঙে যাবে। ওই অভিনেতা জোর করে আমার শোওয়ার ঘরে ঢুকতে চাইছিল। ওই অভিনেতার সঙ্গে আমি আগে কখনও কাজ করিনি।” কিন্তু ওই ভিডিও-তে কিছুতেই মল্লিকা নাম নিতে চাননি।
দু বছর বাদে ফের বড় পর্দায় ফিরতে চলেছেন মল্লিকা শেরওয়াত। তাঁর নতুন ছবি “ভিকি বিদ্যা কা উও ওয়ালা ভিডিও” কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। তাঁর এই নতুন ছবি মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। কিন্তু, তার আগে মল্লিকার এই ভিডিও-এর অভিজ্ঞতার কথা সামনে আসতে চমকে উঠেছেন নেটাগরিকরা।