নায়িকার পোস্ট অনুযায়ী, তিনি ইতিমধ্যে প্রাক্তনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন থানায়। অনিকা ছবির সঙ্গে লেখেন, ‘অনুপ পিল্লাই নামে একজনের প্রেমে পড়েছিলাম। গত কয়েক বছর ধরে সে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। এরকম মানুষ আগে দেখিনি। এত কিছু করার পরও সে আমাকে ভয় দেখাচ্ছে। আমি ভাবতেও পারিনি ও এমন কিছু করতে পারে। আমি বেঙ্গালুরু পুলিশে অভিযোগ দায়ের করি ও মারধর করার পর। চেন্নাইয়ে প্রথমবার যখন আমাকে মেরেছিল, সেবার আমার পায়ে পড়ে কান্নাকাটি করেছিল।’
advertisement
আরও পড়ুন: অজয়ের কথা না শুনেই তিন তলা থেকে ঝাঁপ অমিতাভের! অ্যাকশন দৃশ্যে চোট লাগে বিগ বি-র
নায়িকার অভিযোগ, দ্বিতীয় বার এই ঘটনা ঘটানোর পর তিনি সোজা থানায় গিয়ে মামলা দায়ের করেছেন। কিন্তু অনুপ নাকি ইতিমধ্যেই পুলিশকে ঘুষ নিয়ে নায়িকাকে বিপদে ফেলেছেন।
এর পর নাকি আরও সাহস পেয়ে গিয়েছেন নায়িকার প্রাক্তন। এমন ভাবেই মারধর করছেন, যেন পুলিশ তাঁর কিছুই করতে পারবে না। শুধু তা-ই নয়, সম্পর্কে থাকাকালীন বহুবার অনিকার সঙ্গে প্রতারণা করেছেন অনুপ। তাই অনিকা বিচ্ছেদ করে দিতে চান, কিন্তু অনুপ রাজি হননি।
আরও পড়ুন: আহত অমিতাভ বচ্চন, পাশফেরা-নিঃশ্বাস নিতে সমস্যা, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং-এ বিপত্তি
নায়িকার লেখায়, ‘আমার ফোন ভেঙে দেয়। ফলে আমি শ্যুটেও যেতে পারিনি। তার আগে আমার হোয়াটসঅ্যাপটা নিজের ল্যাপটপের সঙ্গে যুক্ত করে আমার চ্যাট পড়ছিল সে!’