TRENDING:

Popular Actor Death: সাতসকালেই বিরাট দুঃসংবাদ! মাত্র ৫১-বছরে সব শেষ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত অভিনেতা, হোটেলে মিলল নিথর দেহ

Last Updated:

Popular Actor Death: বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা এবং কৌতুক শিল্পী কলাভবন নাভাস৷ মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা এবং কৌতুক শিল্পী কলাভবন নাভাস৷ মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। কোচির ছোটানিক্কারার একটি হোটেলের ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
News18
News18
advertisement

দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্র, টেলিভিশন এবং স্টেজ শোতে তার কাজের জন্য পরিচিত ছিলেন এবং কমেডি এবং কৌতুক অভিনয়ের জন্য তিনি সকলের নজর কেড়েছিলেন। নাভাস কেরালার বিনোদন জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, যিনি কলাভবন মিমিক্রি গ্রুপের সঙ্গে তার মঞ্চ অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। তিনি প্রায়শই তার ভাই নিয়াস ব্যাকারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতেন, যিনি একজন অভিনেতা এবং মিমিক্রি শিল্পীও, যা তাকে মালয়ালি দর্শকদের মধ্যে একজন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব করে তুলেছিল।

advertisement

আরও পড়ুন-কফিনে শেষ পেরেক পুঁতেছিলেন ‘ইনি’, তারপরই ভাঙন…! অভিষেক-করিশ্মার বিচ্ছেদের আসল ‘খলনায়ক’ কে? পরিচয় জানলে ঘৃণা হবে

কলাভবন ১৯৯৫ সালের চলচ্চিত্র ‘চৈথানিয়াম’ দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। বছরের পর বছর ধরে, তিনি ‘জুনিয়র ম্যানড্রেক’, ‘আম্মা আম্মাইয়াম্মা’, ‘মীনাক্ষী কল্যাণম’, ‘মাত্তুপেট্টি মাচান’, ‘চান্দামামা’, ‘মাই ডিয়ার কারাদি’, ‘ওয়ান ম্যান শো’, ‘ভেট্টাম’, ‘চাটাম্বিনাডু’, ‘এবিসিডিউল্লা’, ‘এমসিডি’, ‘মাই ডিয়ার কারাদি’-এর মতো বিভিন্ন সুপরিচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভিদু’, এবং ‘মেরা নাম সাজি’। প্রেক্ষাগৃহে হিট তার সর্বশেষ ছবি ছিল ‘গোয়েন্দা উজ্জ্বলন’।

advertisement

আরও পড়ুন-‘চাঙ্কি পাণ্ডের সঙ্গে কোনও রকম সম্পর্কই নেই’, এ কী বলে বসলেন আহান…! তাহলে কি সবটাই লোকদেখানো? জোর জল্পনা বি-টাউনে

নাভাসের স্ত্রী রেহনা নাভাস , যিনি নিজেও একজন অভিনেত্রী, এই দম্পতি ২০০২ সাল থেকে বিবাহিত ছিলেন। তিনি ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব আবুবকরের পুত্র।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Popular Actor Death: সাতসকালেই বিরাট দুঃসংবাদ! মাত্র ৫১-বছরে সব শেষ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত অভিনেতা, হোটেলে মিলল নিথর দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল