সলমন খানের বৌদি, আরবাজ খানের স্ত্রী মালাইকা! অর্জুন ও মালাইকা এক সঙ্গেই জিমে যেতেন। সবে সবে বলিউডে পা রেখেছে বনি কাপুরের পুত্র অর্জুন। আর ওই জিম থেকেই প্রেমের শুরু। এর পর ডিভোর্স, লিভিং এসব সকলের জানা! কিন্তু এই জুটি বিয়ে কবে করছেন? তা নিয়ে প্রশ্ন ছিল মানুষের মনে। কিছুদিন আগেই বিয়ে সেরেছেন আলিয়া-রণবীর! এবার পালা মালাইকা-অর্জুনের!
advertisement
আরও পড়ুন: কান-এ শাড়ি! রেট্রো লুকে চলচ্চিত্র উৎসবে মন জয় দীপিকার! রেড কার্পেটে তিনিই সেরা!
সূত্রের খবর এবছরের মানে ২০২২-এর শেষে অর্থাৎ ডিসেম্বরে বা নভেম্বরেই বিয়ে করছেন তাঁরা। তবে সঠিক দিন এখনও ঠিক হয়নি। কিন্তু বিয়ের সময়টা শীতকালই হবে। আপাতত জানা গিয়েছে মুম্বইতেই বিয়ে করছেন তাঁরা। একেবারেই ঘরোয়া কিছু মানুষ উপস্থিত থাকবেন সেখানে! মালাইকার পরিবার। এবং পুরো কাপুর পরিবার থাকবে এই বিয়েতে। অর্জুন কাপুরের তরফে কে কে থাকছেন তা জানা যায়নি! জাহ্নবী ও খুশি তো থাকছেনই! করিনা কাপুর খান প্রিয় বন্ধু মালাইকার, তাই নবাব পরিবারকেও দেখা যাবে এই বিয়েতে!
মালাইকা আর অর্জুন সব সময় বলিউডের হট টপিক। বিয়ে নিয়ে নানা প্রশ্ন ছিল। সব প্রশ্নের উত্তর মিলবে এ বছরের শেষেই! তবে এই বিয়েতে সলমন খান বা তাঁর পরিবারকে আমন্ত্রণ জানাবেন মালাইকা? আরবাজ খানের সঙ্গে বিয়ে ভাঙলেও তিক্ততা নেই ! ছেলের জন্য মাঝে মধ্যে একসঙ্গে দেখাও যায় মালাইকা ও আরবাজকে। তবে বিয়েতে আসবেন, এমনটা সম্ভব নয়!