মঙ্গলবার আরবাজ এবং ছেলে আরহান খানের সঙ্গে নৈশভোজ সারলেন মালাইকা। ব্যস্ত রুটিন থেকে ফাঁক পেয়ে আড্ডায় মজলেন তিনজন। পড়াশোনার জন্য দেশের বাইরে থাকেন আরহান। তাই সুযোগ পেলেই মা-বাবার সঙ্গে সময় কাটিয়ে নেন ১৯-এর যুবক।
আরও পড়ুন: তুনিশার মন খারাপ ছিল এই কারণে...প্রয়াত নায়িকার মায়ের দিকে আঙুল সিজানের পরিবারের!
advertisement
আরও পড়ুন: আম্মা, আমার যে কী হচ্ছে জানি না! সিজানের মায়ের সঙ্গে তুনিশার কথোপকথন ফাঁস? ঘনাচ্ছে রহস্য
নৈশভোজে কালো ব্লেজার, শার্ট এবং সাদা সোয়েটারে নজর কেড়েছেন মালাইকা। আরবাজের পরনে ছিল কালো শার্ট এবং ব্লেজার। পাপারাৎজিকে এড়িয়ে যেতে চেয়েছিলেন দু'জনেই। তবে ইতিমধ্যেই তাঁদের ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।
২০১৭ সালে বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। তার পরেও অবশ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের।