TRENDING:

অর্জুন কাপুর এখন অতীত? নতুন বছরে প্রাক্তন স্বামীর ঘনিষ্ঠ মালাইকা, দেখুন ছবি

Last Updated:

মঙ্গলবার আরবাজ এবং ছেলে আরহান খানের সঙ্গে নৈশভোজ সারলেন মালাইকা। ব্যস্ত রুটিন থেকে ফাঁক পেয়ে আড্ডায় মজলেন তিনজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে নতুন বছরে পা রেখেছিলেন। তাঁর সঙ্গে কাটানো আদুরে মুহূর্ত লেন্সবন্দি করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মালাইকা অরোরা। তবে তার দিন তিনেকের মাথায় প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁকে।
advertisement

মঙ্গলবার আরবাজ এবং ছেলে আরহান খানের সঙ্গে নৈশভোজ সারলেন মালাইকা। ব্যস্ত রুটিন থেকে ফাঁক পেয়ে আড্ডায় মজলেন তিনজন। পড়াশোনার জন্য দেশের বাইরে থাকেন আরহান। তাই সুযোগ পেলেই মা-বাবার সঙ্গে সময় কাটিয়ে নেন ১৯-এর যুবক।

আরও পড়ুন: তুনিশার মন খারাপ ছিল এই কারণে...প্রয়াত নায়িকার মায়ের দিকে আঙুল সিজানের পরিবারের!

advertisement

আরও পড়ুন: আম্মা, আমার যে কী হচ্ছে জানি না! সিজানের মায়ের সঙ্গে তুনিশার কথোপকথন ফাঁস? ঘনাচ্ছে রহস্য

নৈশভোজে কালো ব্লেজার, শার্ট এবং সাদা সোয়েটারে নজর কেড়েছেন মালাইকা। আরবাজের পরনে ছিল কালো শার্ট এবং ব্লেজার। পাপারাৎজিকে এড়িয়ে যেতে চেয়েছিলেন দু'জনেই। তবে ইতিমধ্যেই তাঁদের ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৭ সালে বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। তার পরেও অবশ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
অর্জুন কাপুর এখন অতীত? নতুন বছরে প্রাক্তন স্বামীর ঘনিষ্ঠ মালাইকা, দেখুন ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল