সোমবার নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডলে একটি নোট রি-শেয়ার করেছেন যেখানে উঠে এসেছে তাঁর ২০২৪-এর সফরের কথা। প্রসঙ্গত, এর দিন কয়েক আগেই প্রাক্তন অর্জুন কাপুর জনসমক্ষে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন। সেই মন্তব্যেরই সাড়া দিয়েছিলেন অভিনেত্রী।
ওই নোটে অভিনেত্রী লিখেছেন, ” ২০২৪, আমি তোমায় ঘৃণা করি না। কিন্তু তুমি বেশ কঠিন বছর ছিলে — চ্যালেঞ্জে ভর্তি, পরিবর্তন এবং প্রচুর শিক্ষাও ছিল। তুমি আমায় দেখিয়েছ, চোখের পলক ফেলার আগেই জীবন বদলে যেতে পারে। সেই সঙ্গে নিজের উপর আরও বেশি করে ভরসা রাখতে শিখিয়েছ। কিন্তু সব কিছুর উপরে তুমি আমায় বুঝতে শিখিয়েছ যে, আসলে সবথেকে জরুরি হল স্বাস্থ্য — সে শারীরিক হোক কিংবা মানসিক। এমন কিছু বিষয় রয়েছে, যা আমি এখনও বুঝতে পারি না। কিন্তু আমি বিশ্বাস করি, যা যা ঘটনা ঘটেছে, তার উদ্দেশ্য এবং কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারব।”
advertisement
প্রসঙ্গত ২০২৪ সালে মালাইকার জীবনে দু’টো বড় বিপর্যয় নেমে এসেছে। প্রথমত বাবা অনিল অরোরার মৃত্যু এবং দ্বিতীয়ত অর্জুন কাপুরের সঙ্গে সাত বছরের সম্পর্কে ইতি। গত ১১ সেপ্টেম্বর মুম্বইয়ের বান্দ্রায় নিজেদের বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় অনিল অরোরা-র। এদিকে দীপাবলির একটি অনুষ্ঠানে মালাইকার সঙ্গে প্রেম ভাঙার জল্পনায় সীলমোহর দিয়েছিলেন স্বয়ং অর্জুন।
আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয়েছিল মালাইকার। তাঁর বাবার মৃত্যুর আগেই সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। যদিও ব্রেক-আপের পরেও প্রতিকূল পরিস্থিতিতে প্রাক্তনের পাশে থাকতে দেখা গিয়েছিল অর্জুনকে।