TRENDING:

মালাইকা-আরবাজ বিচ্ছেদের পিছনে নাকি সলমন !

Last Updated:

কথায় আছো রটে, তার কিছু তো বটে ৷ এই কথা যদি আরবাজ-মালাইকার ব্যাপারে ঘটে, তাহলে যা দাঁড়ায় তা হল, মালাইকা- আরবাজের বিচ্ছেদ নিয়ে গোটা বলিউডে যা রটছে, তার পিছনে নাকি সলমনের হাত ! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কথায় আছো রটে, তার কিছু তো বটে ৷ এই কথা যদি আরবাজ-মালাইকার ব্যাপারে ঘটে, তাহলে যা দাঁড়ায় তা হল, মালাইকা- আরবাজের বিচ্ছেদ নিয়ে গোটা বলিউডে যা রটছে, তার পিছনে নাকি সলমনের হাত ! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷
advertisement

প্রথমে রটেছিল, মালাইকা নাকি আরবাজকে পছন্দ করছেন না বেশ কিছু ধরেই ৷ এর পিছনে একটাই কারণ, আরবাজের তেমন কোনও কাজ নেই ৷ সলমনের ছত্রছায়ায় থেকে সেরকম কোনও রোজগার নেই আরবাজের ৷ তবে মালাইকার এরকম চিন্তাভাবনাকে একপাশে সরিয়ে গুজব রটেছে মালাইকা-সলমনের সম্পর্ক নিয়েও ৷ রটেছে মালাইকাকে নাকি একদম দেখতে পারেন না সলমন ৷ বিশেষ করে মালাইকার পোশাক নিয়েই সমস্যা সলমনের ৷ তবে এই সব গুজবেই মত্ত বলিউড ৷ আসল গপ্পো লুকিয়ে রয়েছে খান বাড়ির অন্দরে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
মালাইকা-আরবাজ বিচ্ছেদের পিছনে নাকি সলমন !